ব্রেকিং নিউজ
Home - জাতীয় - পিরোজপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত

পিরোজপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত

পিরোজপুর প্রতিনিধি <>
‘বয়সের সমতার পথে যাত্রা’- প্রতিপাদ্যকে সামনে রেখে সারা দেশের ন্যায় পিরোজপুরে পালিত হয়েছে আন্তর্জাতিক প্রবীণ দিবস। মঙ্গলবার সকালে জেলা প্রশাসন ও সমাজসেবা অধিদফতরের আয়োজনে এবং রিসোর্স ইন্ট্রিগেশন সেন্টার (রিক) এর সহযোগীতায় এ উপলক্ষে একটি র‌্যালী শহরের টাউন ক্লাব প্রাঙ্গণ থেকে শুরু হয়ে জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে শেষ হয়। এ সময় র‌্যালীতে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক আবু আলী মো: সাজ্জাদ হোসেন, পুলিশ সুপার হায়াতুল ইসলাম খানসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। পরে দিবসটি উপলক্ষে আলোচনা সভায় জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক একেএম আখতারুজ্জামান তালুকারের সভাপতিত্বে অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) নাহিদ ফারজানা ছিদ্দিকী, সিভিল সার্জন ডা. মো: ফারুখ আলম, জেলা অবসরপ্রাপ্ত সরকারী কল্যান সমিতি সভাপতি প্রফেসর জলিল আকন, রিসোর্স ইন্ট্রিগেশন সেন্টার (রিক) জোনাল ম্যানেজার মো: নাসির উদ্দিন, রিসোর্স ইন্ট্রিগেশন সেন্টার (রিক) প্রবীণ কার্যক্রমের আঞ্চলিক সমন্বয়কারী ফারুক রহমান। আলোচনা সভা পরিচালনা করেন জেলা সমাজ সেবা কর্মকর্তা (রেজি:) মোস্তফা ইখতিয়ার উদ্দিন ও রিক প্রোগাম অফিসার আফম রেজাউল করিম।

Leave a Reply

x

Check Also

মঠবাড়িয়ায় জাতীয় মানবাধিকার ইউনিটি সংগঠনের উদ্যোগে রোজদারদের ইফতার বিতরণ

মঠবাড়িয়া প্রতিনিধি : পিরোজপুরের মঠবাড়িয়ায় স্বেচ্ছাসেবি সংগঠন জাতীয় মানবাধিকার ইউনিটির উদ্যোগে মাহে রমজানে সহস্রাধিক মানুষের ...