ব্রেকিং নিউজ
Home - অপরাধ - প্রতিমন্ত্রী পলকসহ ২১ জনকে হত্যার হুমকি দিয়ে চিঠি

প্রতিমন্ত্রী পলকসহ ২১ জনকে হত্যার হুমকি দিয়ে চিঠি


তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহম্মেদ পলকসহ ২১ জনের প্রাণনাশের হুমকি দিয়ে ‘আনসারুল্লাহ বাংলা টিম-১১’ এর নামে নাটোর প্রেসক্লাবে চিঠি পাঠানো হয়েছে।

নাটোরের আরও দুজন সংসদ সদস্য এবং কয়েকজন সাংবাদিক ও আইনজীবীর নামও রয়েছে ওই তালিকায়। সেখানে তাদের ‘ধর্মবিদ্বেষী’ আখ্যায়িত করা হয়েছে।

বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে প্রেসক্লাবের সাধারণ সম্পাদক দুলাল সরকারের নামে একটি ‘হলুদ খামে’ ডাকযোগে ওই চিঠি পৌঁছায় বলে সভাপতি রেজাউল করিম রেজা জানান।

সাধারণ সম্পাদক দুলাল সরকার বলেন, হুমকির চিঠি পাওয়ার কথা জানিয়ে তিনি ইতোমধ্যে সদর থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন।

আর নাটোরের অতিরিক্ত পুলিশ সুপার মুনশী সাহাবুদ্দিন বলেন, “আতঙ্ক ছড়ানোর জন্য কোনো মহল এই ধরনের চিঠি পাঠিয়েছে। তারপরও বিষয়টি গুরুত্ব সহকারে খতিয়ে দেখা হচ্ছে।”

চিঠিতে বলা হয়, রাজশাহী বিভাগের নাটোর জেলায় প্রথম আঘাতেই যাদের ‘নিশ্চিহ্ন করা হবে’ তাদের ‘প্রাথমিক তালিকা’ এটি।

নাটোর-৩ (সিংড়া) আসনের সাংসদ জুনাইদ আহমেদ পলক, সদর আসনের সাংসদ শফিকুল ইসলাম শিমুল, নাটোর-১ আসনের মো. আবুল কালাম, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান শরিফুল ইসলাম রমজান, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম মোর্ত্তুজা, সাংগঠনিক সম্পাদক মালেক শেখের নাম রাখা হয়েছে এই তালিকার শুরুতেই।

এছাড়া নাটোর জজ কোর্টের পিপি ও জেলা আওয়ামী লীগের সহসভাপতি সিরাজুল ইসলাম, নাটোর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক দুলাল সরকার, জেলা ছাত্রলীগের সভাপতি রাকিবুল ইসলাম জেমস, সাংসদ শিমুলের এপিএস আকরামুল ইসলাম, নাটোর-৪ আসনের সাংসদ আব্দুল কুদ্দুসের মেয়ে বাংলাদেশ মহিলা আওয়ামী যুবলীগের যুগ্ম সম্পাদক কুহেলী কুদ্দুস মুক্তি, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আব্দুল্লাহ আল সাকিব বাকি, সাধারণ সম্পাদক শফিউল আযম স্বপন, নলডাঙ্গা উপজেলা আওয়ামী লীগের সভাপতি এসএম ফিরোজ এবং আওয়ামী লীগ নেতা শহিদুল ইসলাম বকুল, এইচ এম জাকির, আর্জু শেখ, আসাদ, ফেরদৌস, ভোলা, বুলবুলকেও রাখা হয়েছে হুমকির তালিকায়।

“স্বল্প সময়ে আর একটি তালিকা দেওয়া হবে,” বলা হয়েছে চিঠিতে।

এ বিষয়ে জানতে চাইলে প্রতিমন্ত্রী পলক বলেন, “জঙ্গি সংগঠনের হুমকি হালকাভাবে নেওয়ার কিছু নেই। আইন-শৃঙ্খলা বাহিনীকে বিষয়টি জানানো হয়েছে।”

সাংসদ মো. আবুল কালাম বলেন, তিনি নিজে হুমকির কোনো চিঠি পাননি।

“প্রচারের জন্য কোনো জঙ্গি সংগঠন এ কাজ করে থাকতে পারে।”

বছর তিনেক আগে দেশের লেখক, ব্লগারসহ মুক্তমতের পক্ষের ব্যক্তিদের ওপর উগ্রপন্থিদের হামলা শুরুর পর থেকে বিভিন্ন সময়ে বিভিন্ন সংগঠনের নামে বিবৃতি পাঠিয়ে এরকম হুমকি দেওয়া ঘটনা ঘটছে।

গতবছর মাঝামাঝি সময়ে বিদেশি হত্যা ও সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর কয়েকটি হামলার ঘটনার পর হুমকির বিষয়টি নতুন মাত্রা পায়। বেশ কয়েকজন লেখক, শিক্ষক এবং খ্রিস্টান পাদ্রি ও হিন্দু পুরোহিতরাও জঙ্গি দলের নামে পাঠানো এ ধরনের হুমকির চিঠি পান।

গতবছর ৩০ নভেম্বর আনসার আল ইসলামের নামে চিঠি পাঠিয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম, রাজশাহীর সাবেক মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মোহাম্মদ মিজানউদ্দিন, কথা সাহিত্যিক হাসান আজিজুল হক, রাজশাহী রেঞ্জের ডিআইজি ইকবাল বাহারসহ আট ব্যক্তিকে হত্যার হুমকি দেওয়া হয়।

Leave a Reply

x

Check Also

মঠবাড়িয়ায় মুক্তিযোদ্ধার সন্তানকে সাজানো অস্ত্র মামলায় আসামী করে হয়রাণির অভিযোগ পুলিশের বিরুদ্ধে

মঠবাড়িয়া প্রতিনিধি : পিরোজপুরের মঠবাড়িয়ায় গত সংসদ নির্বাচন চলাকালীন সময়ে থানা পুলিশের দায়ের করা একটি ...