ব্রেকিং নিউজ
Home - জাতীয় - কাঁঠালিয়ায় পোষা সাপের ছোবলেই প্রাণ গেল সাপুড়িয়ার !

কাঁঠালিয়ায় পোষা সাপের ছোবলেই প্রাণ গেল সাপুড়িয়ার !

ফারুক হোসেন খান কাঁঠালিয়া (ঝালকাঠি) প্রতিনিধি <>

ত্রিশোর্ধ বয়সী মো.রুবেল হাওলাদার পেশাগতভাবে সাপ ধরত। সাপের খেলা দেখাতো। হাত দিয়ে সাপের ফনা তুলতো। কিন্তু দুর্ভাগ্য পোষা সাপের ছোবলেই প্রাণ গেল সাপুড়িয়া রুবেল হাওলাদারের। শনিবার (১৭ আগস্ট) ঝালকাঠির কাঠালিয়া উপজেলার তারাবুনিয়া গ্রামের মো.হোসেন আলীর ছেলে সাপুড়িয়া রুবেল হাওলাদার বিকেলে তার পোষা সাপের ঝাঁপি দিয়ে বিষধর সাপ বের করার সময় ছোবলের শিকার হয়। এতে সে গুরুতর অসুস্থ্য হয়ে পড়ে।

পরে স্বজনরা তাকে পাশ্ববর্তী ছোনাউটা মোল্লাখালী এলাকার এক মহিলা ওঝার কাছে নিয়ে যায়। রাত ভর ঝাড়ফুক দেওয়ার পরও কোন কাজ হয়নি। এরপর আজ রোববার (১৮ আগষ্ট) সকালে উপজেলার আমূয়া স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পর চিকিৎক তাকে মৃত্যু ঘোষনা করেন। নিহত রুবেল হাওলাদার দুই সন্তানের জনক ছিলেন।

জানাগেছে, রোববার বাদ আসর রুবেলের জানাজার কথা ছিল। স্বজনরা জানান, রুবেল তাদের আগেই জানিয়েছিল তাকে সাপে কাটলে কোন ডাক্তার কিংবা ওঝা দেখানোর প্রয়োজন নেই। বাড়ীর মসজিদে একদিন একরাত শোয়াইয়া রাখলে এমনিতেই সে বেঁচে উঠবে। এমন ধারনায় গতকাল রোববার নির্ধারিত সময় তাকে জানাজা দেওয়া হয়নি।

স্থানীয় সাবেক ইউপি মেম্বার এনামুল হক বিষয়টি নিশ্চিত করে জানান, ঘটনাটি মর্মান্তিক তার মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত।

Leave a Reply

x

Check Also

লাইটার জাহাজের ধাক্কায় চরখালী ফেরিঘাটের গ্যাংওয়ে বিধ্বস্ত 🔴 যানবাহন চলাচল বন্ধ

বিশেষ প্রতিনিধি : পিরোজপুরের ভাণ্ডারিয়ার কঁচা নদীর চরখালী-টগরা ফেরিঘাটের চরখালী ঘাটে একটি জাহাজের ধাক্কায় ফেরির ...