ব্রেকিং নিউজ
Home - জাতীয় - পিরোজপুরে যাত্রীবাহী বাস খাদে ◾ একজন নিহত

পিরোজপুরে যাত্রীবাহী বাস খাদে ◾ একজন নিহত

পিরোজপুর প্রতিনিধি :

পিরোজপুরে সেবা গ্রীন লাইন কোম্পানির একটি বাস (ঢাকা- মেট্রো-ব-১৫-৪০৪২) শুক্রবার বিকেলে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পার্শবর্তী মাঠে পড়ে যায়। এসময় বাসের নীচে চাপা পড়ে আল আমীন শেখ (২৭) নামের এক যাত্রী নিহত হয়। নিহত আল আমীন পিরোজপুর সদর উপজেলার ভৈরমপুর গ্রামের হেলাল উদ্দিন শেখ এর ছেলে এবং স্থানীয় একটি মসজিদের ইমাম।
প্রত্যক্ষদর্শীরা জানায়, আজ শুক্রবার দুপুরে সেবা গ্রীন লাইন পরিবহনের ঢাকা থেকে ছেড়ে আসা বাসটি পিরোজপুর-নাজিরপুর-গোপালগঞ্জ সড়ক হয়ে বেপরোয়া গতিতে পিরোজপুরে আসছিল। এসময় বসটি নাজিরপুরের চরখোলা নামক স্থানে পৌছালে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের একটি মাঠে পড়ে যায়। এতে বাসের নিচে চাপা পড়ে আল আমীন ঘটনাস্থলেই মারা যায়। এসময় বাসের চালক ও হেলপার পালিয়ে যায়।
খবর পেয়ে নাজিরপুর থেকে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে নিহত আল আমীনকে বাসের নিচ থেকে উদ্ধার করে। নাজিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মোঃ জাকারিয়া বিষয়টি নিশ্চিত করেছেন।
উল্লেখ্য, এর আগে ৭ জুন ওই গ্রামের একই সড়কে একটি তিন চাকার ব্যাটারিচালিত ভ্যানকে ধাক্কা দেয় সেবা গ্রীন লাইন কোম্পানির অন্য একটি বাস। এতে ওই ভ্যানের যাত্রী এক দম্পতির হাত থেকে ১৬ মাস বয়সী শিশু ছিটকে গাড়ির নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই মারা যায়।
স্থানীয়দের অভিযোগ, এই সড়কটি অনেক সরু। এছাড়া এ সড়কে অনেক বাঁক এবং পার্শ রাস্তা রয়েছে। তারপরও সেবা গ্রীন লাইনের সবগুলো বাস অত্যন্ত বেপরোয়া গতিতে এই সড়কে চলাচল করে। ফলে এই বাসের দ্বারা প্রায়ই দূর্ঘটনার শিকার হয় পথচারী এবং এই সড়ক দিয়ে চলাচলকারীর বিভিন্ন ধরণের যানবাহন।

Leave a Reply

x

Check Also

লাইটার জাহাজের ধাক্কায় চরখালী ফেরিঘাটের গ্যাংওয়ে বিধ্বস্ত 🔴 যানবাহন চলাচল বন্ধ

বিশেষ প্রতিনিধি : পিরোজপুরের ভাণ্ডারিয়ার কঁচা নদীর চরখালী-টগরা ফেরিঘাটের চরখালী ঘাটে একটি জাহাজের ধাক্কায় ফেরির ...