ব্রেকিং নিউজ
Home - জাতীয় - সচেতন নাগরিক কমিটি (সনাক) পিরোজপুর এর সভাপতি অ্যাডভোকেট মোহাম্মদ শহীদুল্লাহ

সচেতন নাগরিক কমিটি (সনাক) পিরোজপুর এর সভাপতি অ্যাডভোকেট মোহাম্মদ শহীদুল্লাহ

পিরোজপুর প্রতিনিধি >>
সচেতন নাগরিক কমিটি (সনাক) পিরোজপুর এর নব-নির্বাচিত সভাপতি হিসেবে দায়িত্বভার গ্রহণ করেছেন অ্যাডভোকেট মোহাম্মদ শহীদুল্লাহ খান। তিনি সদ্য প্রয়াত সভাপতি অ্যাডভোকেট এম এ মান্নান এর স্থলাভিসিক্ত হলেন।
গত ১১ জুন ২০১৯ পিরোজপুর সনাক কার্যালয়ে সনাক সদস্যদের মাসিক সভায় তাকে সর্বসম্মতিক্রমে সভাপতি নির্বাচিত করা হয়। শহীদুল্লাহ খান ২০০৬ সাল থেকে সচেতন নাগরিক কমিটি (সনাক) পিরোজপুরের সাথে সম্পৃক্ত থেকে দুর্নীতি বিরোধী সামাজিক আন্দোলনের জড়িত আছেন।
অ্যাডভোকেট মোহাম্মদ শহীদুল্লাহ খান ১৯৫০ সালের ১২ই আগস্ট পিরোজপুর জেলার ৫ নং টোনা ইউনিয়নের তেজদাসকাঠী গ্রামে জন্মগ্রহণ করেন। পিরোজপুর সরকারি বালক উচ্চ বিদ্যালয় থেকে এস এস সি পাশ করে পিরোজপুর সরকারি সোহরাওয়ার্দী কলেজ হতে গ্রাজুয়েশন (বি.কম) সম্পন্ন করেন। পরবর্তীতে ঢাকা বিশ^বিদ্যালয় থেকে এল এল বি সম্পন্ন করে বাংলাদেশ বার কাউন্সিল থেকে সনদ গ্রহণ করে পিরোজপুর জেলা আইনজীবী সমিতিতে যোগদান করেন। সুদীর্ঘ ৩১ বছরের আইন পেশার মধ্যে ১২ বছর সরকারি আইন কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেছেন। বর্তমানে তিনি এ্যাডিশনাল পাবলিক প্রসিকিউটর হিসেবে পিরোজপুর জেলা জর্জ কোর্টে কর্মরত আছেন। তিনি ছাত্র জীবন থেকে সংগঠক ও সমাজকর্মী হিসেবে সমাজের বিভিন্ন সেবামূলক কাজ ও সাংস্কৃতিক কর্মকান্ডে জড়িত থেকেছেন। ব্যক্তিগত জীবনে তিনি বাংলাদেশ স্কাউটস কর্তৃক প্রদত্ত মেডেল অফ মেরিট অ্যাওয়ার্ড, সাহিত্য কর্মে অবদানের জন্য উদয়ন সাহিত্য পরিষদ কর্তৃক সম্মাননা এবং প্রতিবন্ধিদের উন্নয়নকাজের স্বীকৃতি স্বরূপ সুইড কর্তৃক প্রদত্ত সম্মাননা গ্রহণ করেছেন।

Leave a Reply

x

Check Also

লাইটার জাহাজের ধাক্কায় চরখালী ফেরিঘাটের গ্যাংওয়ে বিধ্বস্ত 🔴 যানবাহন চলাচল বন্ধ

বিশেষ প্রতিনিধি : পিরোজপুরের ভাণ্ডারিয়ার কঁচা নদীর চরখালী-টগরা ফেরিঘাটের চরখালী ঘাটে একটি জাহাজের ধাক্কায় ফেরির ...