ব্রেকিং নিউজ
Home - জাতীয় - পিরোজপুরের প্রগতিশীল রাজনীতিক মুক্তিযুদ্ধের সংগঠক, প্রবীণ আইনজীবী এডভোকেট এম এ মান্নান এর দাফন সম্পন্ন : বিশিষ্টজনদের শোক

পিরোজপুরের প্রগতিশীল রাজনীতিক মুক্তিযুদ্ধের সংগঠক, প্রবীণ আইনজীবী এডভোকেট এম এ মান্নান এর দাফন সম্পন্ন : বিশিষ্টজনদের শোক

মো. খালিদ আবু, পিরোজপুর :

পিরোজপুরের এককালীন প্রগতিশীল রাজনৈতিক নেতা, মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, প্রবীণ আইনজীবি, ক্রীড়া ও সাংস্কৃতিক সংগঠক জেলা উদীচী’র সভাপতি প্রয়াত এডভোকেট এম এ মান্নানএর দাফন রাষ্ট্রীয় মর্যাদায় ম্পন্ন হয়েছে। বুধবার যোহর নামাজবাদ সরকারী সোহরাওয়াদী কলেজ মাঠে মরহুম এম এ মান্নানের জানাজা শেষে পৌর এলাকার ঝাটকাঠীস্থ পারিবারিক কবরস্থানে মা-বাবার কবরের পাশে তাকে দাফন করা হয়। জানাজার আগে রাষ্ট্রীয় মর্যাদায় তাকে গর্ড অব অনার প্রদান করা হয়। মরহুমের প্রতি শ্রদ্ধা জানিয়ে মুক্তিযোদ্ধা সংসদসহ পিরোজপুরের বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন পুস্পমাল্য অর্পন করেন। এ সময় পিরোজপুরের অতিরিক্ত জেলা প্রশাসক নাহিদ ফারজানা সিদ্দিকী ও ভারপ্রাপ্ত পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেন উপস্থিত ছিলেন।

এম এ মান্নান পিরোজপুরে সচেতন নাগরিক কমিটি (টিআইবি), নাটাব, জেলা উদীচী’র সভাপতিসহ পিরোজপুর জেলা আইনজীবি সমিতির সাবেক সভাপতি ও সম্পাদক, পিরোজপুর ডায়াবেটিক সমিতির সাবেক সভাপতি, টাউন ক্লাব, জেলা ক্রীড়া সংস্থা ও জেলা শিল্পকলা একাডেমীর সাবেক সম্পাদক, রেড ক্রিসেন্ট ইউনিটের সাবেক সম্পাদক, শেরে বাংলা পাবলিক লাইব্রেরীর সহ সভাপতিসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের সাথে যুক্ত ছিলেন। তিনি পিরোজপুরে মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ও এক সময় কমিউনিস্ট পার্টির রাজনীতির সাথে জড়িত ছিলেন। তাঁর মৃত্যুতে পিরোজপুরে শোকের ছায়া নেমে এসেছে।

শোক প্রকাশ-
এডভোকেট এম এ মান্নানের মৃত্যুতে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী শ ম রেজাউল করিম শোক প্রকাশ করেছেন। তিনি শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন। এক শোক বিবৃতিতে তিনি বলেন, দীর্ঘ রাজনৈতিক ও সামাজিক বর্ণাঢ্য জীবনের অধিকারী মরহুম এম এ মান্নান মানুষের কল্যাণে নিবেদিত ছিলেন। তাঁর পরিবার ও পিরোজপুরের সমাজ এ শূন্যতা পূরণে সক্ষম হোক আল্লাহতালা এই শক্তি দান করুক।
এম এ মান্নানের মৃত্যুতে আরও যারা শোক জানান তারা হলেন, পিরোজপুর জেলা পরিষদের চেয়ারম্যান মো. মহিউদ্দিন মহারাজ, পিরোজপুর পৌরসভার মেয়র মো. হাবিবুর রহমান মালেক, পিরোজপুর ডায়াবেটিক সমিতির সভাপতি ডা. হাবিবুর রহমান, জেলা ক্রীড়া সংস্থা সম্পাদক গোলাম মাওলানা নকীব, জেলা শিল্পকলা একাডেমীর সম্পাদক জিয়াউল আহসান গাজী সহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ,সাংস্কৃতিক সংগঠন সহ সর্ব্বস্থরের মানুষ ।

Leave a Reply

x

Check Also

মঠবাড়িয়ায় জাতীয় মানবাধিকার ইউনিটি সংগঠনের উদ্যোগে রোজদারদের ইফতার বিতরণ

মঠবাড়িয়া প্রতিনিধি : পিরোজপুরের মঠবাড়িয়ায় স্বেচ্ছাসেবি সংগঠন জাতীয় মানবাধিকার ইউনিটির উদ্যোগে মাহে রমজানে সহস্রাধিক মানুষের ...