ব্রেকিং নিউজ
Home - জাতীয় - মাছধরায় অবরোধ তুলে নেয়ার দাবিতে মঠবাড়িয়ায় মৎস্যজীবীদের মানববন্ধন, বিক্ষোভ

মাছধরায় অবরোধ তুলে নেয়ার দাবিতে মঠবাড়িয়ায় মৎস্যজীবীদের মানববন্ধন, বিক্ষোভ

মঠবাড়িয়া প্রতিনিধি >>

ইলিশ মৌসুমে টানা ৬৫ দিনের অবরোধ বাতিলে দাবিতে পিরোজপুরের মঠবাড়িয়ায় জেলে-ট্রলার মালিকরা মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছে।
আজরেবিবার তুষখালী মৎস্যজীবী সমিতির ব্যানারে মঠবাড়িয়া পৌর শহরের পাথরঘাটা বাস স্ট্যান্ড সড়কে প্রায় কয়েক’শ জেলে ও ট্রলার মালিকরা ঘন্টাব্যাপী এ মানববন্ধনে অংশে নেন।

শেষে সমাবেশে বক্তব্য দেন, তুষখালী ফিসিং ট্রলার মালিক সমিতির সভাপতি মো. ছগির মিয়া, সাধারণ সম্পাদক একরাম হাওলাদার, ট্রলার মালিক জয়নাল আবেদীন খান ও হালিম পেশকার প্রমুখ।
এ সময় বক্তারা জানান, জৈষ্ঠ থেকে আশ্বিন পর্যন্ত ৫ মাস পর্যন্ত ইলিশ ধরার মৌসুম। এসময় ৬৫ দিন নদীতে ইলিশ মাছ ধরা বন্ধ থাকলে উপকূলীয় এলাকার ট্রলার মালিক ও জেলে সম্প্রদায় ভীষণ ক্ষতির সম্মুখীন হবে এবং জেলেরা এ পেশা ছেড়ে দিতে বাধ্য হবে।

Leave a Reply

x

Check Also

মঠবাড়িয়ায় জাতীয় মানবাধিকার ইউনিটি সংগঠনের উদ্যোগে রোজদারদের ইফতার বিতরণ

মঠবাড়িয়া প্রতিনিধি : পিরোজপুরের মঠবাড়িয়ায় স্বেচ্ছাসেবি সংগঠন জাতীয় মানবাধিকার ইউনিটির উদ্যোগে মাহে রমজানে সহস্রাধিক মানুষের ...