ব্রেকিং নিউজ
Home - জাতীয় - পিরোজপুরে বঙ্গোপসাগরে মৎস্য আহরন বন্ধ মৌসুমে সকল ধরনের নৌযান ও সরঞ্জাম বিষয়ক সচেতনতামূলক কর্মশালা

পিরোজপুরে বঙ্গোপসাগরে মৎস্য আহরন বন্ধ মৌসুমে সকল ধরনের নৌযান ও সরঞ্জাম বিষয়ক সচেতনতামূলক কর্মশালা

পিরোজপুর প্রতিনিধি >>
বঙ্গোপসাগরে ৬৫ দিন (২০ মে থেকে ২৩ জুলাই) সকল ধরনের নৌযান ও সরঞ্জাম বিষয়ে মৎস্য ও ক্রাস্টাসিয়ানস আহরণ বন্ধ মৌসুমে সচেতনতামূলক এক কর্মশালা পিরোজপুর জেলা শিল্পকলা একোডেমী মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে।

আজ বৃহস্পতিবার জেলা মৎস্য অধিদপ্তরের আয়োজনে স্থানীয় পর্যায়ে অনুষ্ঠিত এই কর্মশালায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক আবু আলী মোঃ সাজ্জাদ হোসেন। জেলা মৎস্য কর্মকর্তা মোঃ মোশারেফ হোসেনের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বরিশাল বিভাগীয় মৎস্য অধিদপ্তরের উপ-পরিচালক মোঃ অলিউর রহমান, পুলিশ সুপার (ভারপ্রাপ্ত) মোল্লা আজাদ হোসেন, কোস্টগার্ড বাহিনী পশ্চিম কমান্ডার নিজাম উদ্দিন সরদার, নৌ বাহিনীর সাব লেঃ মোঃ সাইফ বক্তব্য রাখেন। পিরোজপুর সদর উপজেলা সিনিঃ মৎস কর্মকর্তা তপন কুমার বেপারীর সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন জেলা মৎস ট্রলার মালিক সমিতির উপদেষ্টা শাহানুর রহমান শামীম, সভাপতি অমল কৃষ্ণ দাস, দপ্তর সম্পাদক আবু সাফায়েত, ক্ষুদ্র মৎসজীবী জেলে সমিতির জলিল হাওলাদার,অলতাফ হোসেন,জাতীয় মৎসজীবী সমিতির মোঃ নজরুল ইসলাম,মৎস ট্রলার শ্রমিক সমিতির সভাপতি আজাদ রহমান কিসলু খলিফা প্রমূখ । জেলে, ব্যবসায়ী ও ট্রলার মালিক সমিতির সদস্যসহ মৎস্য আহরনের সঙ্গে জড়িত মৎস্যজীবীরা উপস্থিত ছিলেন।

Leave a Reply

x

Check Also

মঠবাড়িয়ায় জাতীয় মানবাধিকার ইউনিটি সংগঠনের উদ্যোগে রোজদারদের ইফতার বিতরণ

মঠবাড়িয়া প্রতিনিধি : পিরোজপুরের মঠবাড়িয়ায় স্বেচ্ছাসেবি সংগঠন জাতীয় মানবাধিকার ইউনিটির উদ্যোগে মাহে রমজানে সহস্রাধিক মানুষের ...