ব্রেকিং নিউজ
Home - জাতীয় - মঠবাড়িয়ায় বাংলাদেশ শিক্ষক সমিতির মানববন্ধন

মঠবাড়িয়ায় বাংলাদেশ শিক্ষক সমিতির মানববন্ধন

মঠবাড়িয়া প্রতিনিধি >>

পিরোজপুরের মঠবাড়িয়ায় শিক্ষা জাতীয়করণসহ শিক্ষক কল্যাণ ট্রাস্টে বাড়তি অর্থ কর্তন বাতিলের দাবিতে বাংলাদেশ শিক্ষক সমিতির উদ্যোগে মাববন্ধন ও মিছিল-সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আ বৃহস্পতিবার সকাল ১১টায় শহরের শহীদ মিনার সম্মূখ সড়কে অনুষ্ঠিত এ মানববন্ধন ও সমাবেশে উপজেলার ১১ ইউনিয়নের শিক্ষক কর্মচারীরা অংশ নেন।
মানববন্ধন, বিক্ষোভ মিছিল ও প্রধানমন্ত্রীর বরাবর স্বারকলিপি প্রদান করা হয়েছে।

এর আগে শিক্ষক-কর্মচারীরা শহরে বিক্ষোভ মিছিল বের কওে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। শেষে শহীদ মিনারের সামনের সড়কে ঘন্টা ব্যাপী মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। বাংলাদেশ শিক্ষক সমিতি মঠবাড়িয়া শাখার সভাপতি আবদুর রাশেদের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন, বাংলাদেশ শিক্ষক সমিতি মঠবাড়িয়া শাখার সাধারণ সম্পাদক নাছির উদ্দিন, প্রধান শিক্ষক মোস্তাফিজুর রহমান, এইচ এম আকরামুল ইসলাম, শহিদুল ইসলাম, শিক্ষিকা জায়েদা খানম প্রমূখ।

বক্তারা শিক্ষা জাতীয়করণ দাবি করে বলেন, বর্তমান দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির বাজারে শিক্ষক-কর্মচারীদের বেতন থেকে অতিরিক্ত ৪ শতাংশ কেটে নেয়ার প্রজ্ঞাপন জারি হওয়ায় তারা হতাশ। প্রজ্ঞাপনটি স্থগিত করে সব মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানকে জাতীয়করণের আওতায় আনার জন্য প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন

মানববন্ধন ও বিক্ষোভ শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) সহকারী কমিশনার ভুমি রিপন বিশ^াসের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করেন শিক্ষক নেতৃবৃন্দ।

Leave a Reply

x

Check Also

পিরোজপুর জেলা বিএনপির আহবায়ক আলমগীর হোসেন আটক

পিরোজপুর প্রতিনিধি : বিএনপির কেন্দ্রীয় নেতা ও পিরোজপুর জেলা বিএনপির আহ্বায়ক আলমগীর হোসেনকে আটক করেছে ...