ব্রেকিং নিউজ
Home - জাতীয় - উপকূলীয় নদ-নদীতে মাছ ধরায় অবরোধ বাতিলের দাবিতে মঠবাড়িয়ায় জেলেদের মানববন্ধন

উপকূলীয় নদ-নদীতে মাছ ধরায় অবরোধ বাতিলের দাবিতে মঠবাড়িয়ায় জেলেদের মানববন্ধন

মঠবাড়িয়া প্রতিনিধি >>

পিরোজপুরের মঠবাড়িয়ায় ইলিশ মৌসুমের সরকার ঘোষিত উপকূলীয় নদ-নদীতে টানা ৬৫ দিনের অবরোধ বাতিলের দাবিতে মানববন্ধন করেছে জেলেরা। আজ মঙ্গলবার উপজেলার তুষখালী বন্দর মাছ বাজার সংলগ্ন সড়কে ঘন্টাব্যাপি এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে উপকূলীয় এলাকার ট্রলার মালিক, জেলে মৎস্য ব্যবসায়ী সমিতি, মঠবাড়িয়া, বরগুনা জেলার ফিশিং ট্রলার মালিক সমিতির প্রতিনিধিসহ প্রায় পাাঁচ শতাধিক জেলে অংশ নেন।

শেষে সমাবেশে বক্তব্য দেন, তুষখালী ফিসিং ট্রলার মালিক সমিতির সভাপতি মো. সগির মিয়া, সাধারণ সম্পাদক একরাম হাওলাদার, বরগুনা জেলা ফিসিং ট্রলার মালিক সমিতির সহ-সভাপতি জহিরুল হক চিনু, ট্রলার মালিক জয়নাল আবেদীন খান, জেলে হালিম মিয়া প্রমুখ।

বক্তারা বলেন, নতুন করে আরোপিত এ সময়সীমায় ভারতসহ পার্শ্ববর্তী দেশের সমুদ্রের জলসীমায় কোন অবরোধ না থাকায় ওই সকল দেশের জেলেরা সমুদ্রে নির্বিঘেœ মাছ শিকারের সুবিধা পাবে। এমনকি বাংলাদেশের জলসীমায় ঢুকেও ভারতীয় জেলেরা মাছ শিকার করে নিয়ে যাবে। ফলে অবরোধে ক্ষতির সম্মুখীন হবে বাংলাদেশের জেলেরা।

২০ মে থেকে ২৩ জুলাই পর্যন্ত ৬৫ দিনের অবরোধের সংশোধনসহ পার্শ্ববর্তী দেশগুলোর সাথে সমন্বয় করে অবরোধ আরোপ করার দাবি জানান ক্ষুব্ধ জেলেরা।

Leave a Reply

x

Check Also

মঠবাড়িয়ায় জাতীয় মানবাধিকার ইউনিটি সংগঠনের উদ্যোগে রোজদারদের ইফতার বিতরণ

মঠবাড়িয়া প্রতিনিধি : পিরোজপুরের মঠবাড়িয়ায় স্বেচ্ছাসেবি সংগঠন জাতীয় মানবাধিকার ইউনিটির উদ্যোগে মাহে রমজানে সহস্রাধিক মানুষের ...