ব্রেকিং নিউজ
Home - জাতীয় - মঠবাড়িয়ায় ৭৩ মাধ্যমিক বিদ্যালয়ে স্টুডেন্টস কেবিনেট নির্বাচন অনুষ্ঠিত

মঠবাড়িয়ায় ৭৩ মাধ্যমিক বিদ্যালয়ে স্টুডেন্টস কেবিনেট নির্বাচন অনুষ্ঠিত

মঠবাড়িয়া প্রতনিধি >>

পিরোজপুরের মঠবাড়িয়ায় ৭৩ মাধ্যমিক বিদ্যালয় ও মাদ্রাসায় স্টুডেন্ট কেবিনেট নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার উপজেলার ৪১মাধ্যমিক ও ৩২দাখিল মাদ্রাসার শিক্ষার্থীরা স্টুডেন্টস কেবিনেট নির্বাচনে স্বস্ব শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত ভোট প্রদান করে। এ নির্বাচন সুষ্ঠু শান্তি পূর্ণ পরিবেশে সম্পন্ন করতে শিক্ষকরা ভোট গ্রহনে সার্বিক সহযোগিতা প্রদান করে।

মঠবাড়িয়া সরকারি হাতেম আলী মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের দায়িত্বরত প্রধান নির্বাচন কমিশনার ১০ম শ্রেণীর ছাত্রী সুমাইয়া জাহান জানায়, এ স্কুলের ৬ঠ থেকে ১০ শ্রেণির সাত শতাধিক শিক্ষার্থী নির্বাচনে ভোটাধিকার প্রয়োগ করছে। নির্বাচন শেষে ভোট গণনা করে নেতৃত্ব নির্বাচিত করা হবে।

সরকারী হাতেম আলী মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. রুহুল আমিন জানান, প্রতিষ্ঠানে ৬ষ্ঠ থেকে ১০ম শ্রেণিতে অধ্যায়নরত নির্বাচনী তফসিল অনুযায়ী ভোটার তালিকাভূক্ত যেকোনো শিক্ষার্থী নির্বাচনে প্রত্যেক শ্রেণি থেকে একজন করে পাঁচটি শ্রেণি হতে ৫ জন এবং পরবর্তী সর্বোচ্চ ভোটপ্রাপ্ত তিন শ্রেণি থেকে ১ জন করে ৩ জন মোট ৮ জন নিয়ে স্টুডেন্টস কেবিনেট গঠিত হবে।

মঠবাড়িয়া উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শাজাহান আলী শেখ জানান, শিক্ষার্থীদের গণতন্ত্রের চর্চা, অন্যের মতামতের প্রতি সহিষ্ণুতা, শ্রদ্ধা, শিক্ষকদের সহায়তা, শিক্ষার্থীদের ভর্তি ও ঝড়ে পড়া রোধে সহযোগিতা করবে। এছাড়া শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়ন কর্মকা-ে শিক্ষার্থীদের অংশগ্রহণ, ক্রীড়া, সংস্কৃতিসহ শিক্ষা কার্যক্রমে শিক্ষার্থীদের অংশগ্রহণ নিশ্চিতসহ নানা বিষয়ে সম্পৃক্ত করতে এ স্টুডেন্টস কেবিনেট নির্বাচন।

Leave a Reply

x

Check Also

মঠবাড়িয়ায় জাতীয় মানবাধিকার ইউনিটি সংগঠনের উদ্যোগে রোজদারদের ইফতার বিতরণ

মঠবাড়িয়া প্রতিনিধি : পিরোজপুরের মঠবাড়িয়ায় স্বেচ্ছাসেবি সংগঠন জাতীয় মানবাধিকার ইউনিটির উদ্যোগে মাহে রমজানে সহস্রাধিক মানুষের ...