ব্রেকিং নিউজ
Home - জাতীয় - মঠবাড়িয়ায় শ্রীশ্রী গুরুদেবের মঙ্গল শোভাযাত্রা

মঠবাড়িয়ায় শ্রীশ্রী গুরুদেবের মঙ্গল শোভাযাত্রা

 

মঠবাড়িয়া প্রতিনিধি>>

পিরোজপুরের মঠবাড়িয়ায় শ্রীশ্রী গুরুদেবের বিগ্রহ ও পাদুকা সমভিব্যাহরে বর্ন্যঢ মঙ্গল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার সকালে ৫দিন ব্যাপী শ্রীশ্রী তারকব্রম্ম মহানাম যজ্ঞানুষ্ঠান উপলক্ষে শ্রীগুরু সঙ্ঘ মঠবাড়িয়া শাখা ও কেন্দ্রীয় হরিসভা মন্দিরের যৌথ আযোজনে শ্রীশ্রী গুরুদেবের বিগ্রহ ও পাদুকা সমভিব্যাহরে এ বর্ন্যঢ মঙ্গল শোভাযাত্রা কেন্দ্রীয় হরিসভা মন্দির থেকে বের হয়ে পৌরশহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে হরিসভা মন্দি আনুষ্ঠানঙ্গনে এসে শেষ হয়।
এতে মঠবাড়িয়া পূজা উদযাপন কমিটির সাধারন সম্পাদক বাবু পংকজ সাওজাল, কেন্দ্রীয় হরিসভা মন্দিরের সাধারণ সম্পাদক বাবু নিতাই কর্মকার, শ্রীগুরু সংঙ্ঘ সভাপতি বাবু অমল কর্মকার,সাধারন সম্পাদক বাবু রবিন কর্মকারসহ কয়েক শতাধিক ভক্ত শিষ্য ও হিন্দু ধর্মালম্বী অংশ নেয়।

উলেখ্য, আজ বৃহস্পতিবার সকাল থেকে ৫দিন ব্যাপী এ শ্রীশ্রী তারকব্রম্ম মহানাম যজ্ঞানুষ্ঠানে প্রাতঃ কালীন প্রার্থনা,গুরু বন্দনা, আরতি অনুষ্ঠান,গীতা পাঠ,কুঞ্জভঙ্গ,নগরকীর্ত্তন,পরিক্রমা, শ্রীগুরুসঙ্ঘ এবং শ্রীগুরু প্রসংঙ্গে আলোচনা, ভোগরাগ ও মহা প্রসাদ বিতরণ অনুষ্ঠিত হবে।

Leave a Reply

x

Check Also

লাইটার জাহাজের ধাক্কায় চরখালী ফেরিঘাটের গ্যাংওয়ে বিধ্বস্ত 🔴 যানবাহন চলাচল বন্ধ

বিশেষ প্রতিনিধি : পিরোজপুরের ভাণ্ডারিয়ার কঁচা নদীর চরখালী-টগরা ফেরিঘাটের চরখালী ঘাটে একটি জাহাজের ধাক্কায় ফেরির ...