ব্রেকিং নিউজ
Home - জাতীয় - বিস্ফোরক আইনের মামলায় মাসুদ সাঈদী কারাগারে

বিস্ফোরক আইনের মামলায় মাসুদ সাঈদী কারাগারে

জেলা প্রতিনিধি : ইন্দুরকানী উপজেলা পরিষদ চেয়ারম্যান মাসুদ সাঈদীকে কারাগারে পাঠিয়েছে জেলা আদালত। পুলিশের দায়েরকৃত বিস্ফোরক আইনের মামলায় হাইকোর্টের দেয়া ছয় সপ্তাহের জামিন শেষে মঙ্গলবার দুপুরে নিম্ন আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করলে পিরোজপুর জজ আদালতে বিজ্ঞ বিচারক অতিরিক্ত জেলা দায়রা জজ শামসুল হক শুনানি শেষে জামিন না’মঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেয়।

মামলার এজাহারে জানা যায়, গত ২০১৮ সালের ২৬ ডিসেম্বর ইন্দুরকানী থানার এস আই ওহিদুজ্জামান বাদী হয়ে বিস্ফোরক আইনে ইন্দুরকানী উপজেলা চেয়ারম্যান মাসুদ সাঈদী, জামায়াত সমর্থক হাফেজ মোঃ জাকির হোসেন ও ওবায়দুল্লাকে জ্ঞাত আসামী এবং ১২ জনকে অজ্ঞাত আসামী করে এ মামলা দায়ের করে। মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ২৫ ডিসেম্বর রাতে উপজেলা চেয়ারম্যান মাসুদ সাঈদী উপজেলার সাঈদখালীতে একটি বাড়ীতে বসে জামায়াত নেতাদের নিয়ে বৈঠক করছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে ওই বাড়ী থেকে ৫টি পেট্রোল বোমা ও কয়েকটি ককটেলসহ দুই জামায়াত কর্মীকে আটক করে। কিন্তু উপজেলা চেয়ারম্যান পুলিশের টের পেয়ে পালিয়ে যায় বলে মামলার বাদী এজাহারে উল্লেখ করেন। আটককৃতদের ওই মামলায় আটক দেখিয়ে ২৬ ডিসেম্বর আদালতে পাঠানো হয়েছে। তাদের এখনও জামিন হয়নি।

উল্লেখ্য, ২০১৪ সালে উপজেলা পরিষদ নির্বাচনে তিনি পিরোজপুরের ইন্দুরকানী উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হন।

Leave a Reply

x

Check Also

মঠবাড়িয়ায় বিএনপির নির্বাচন বিরোধী প্রচারপত্র বিলি

মঠবাড়িয়া প্রতিনিধি : পিরোজপুরের মঠবাড়িয়ায় আওয়ামীলীগের একতরফা নির্বাচন বন্ধের দাবী ও ভোটারদের ভোট কেন্দ্রে না ...