ব্রেকিং নিউজ
Home - জাতীয় - মঠবাড়িয়ার ৮৬ ব্যাচের শিক্ষার্থী সংগঠন ম্যাক্সার বার্ষিক বন্ধু সম্মিলন ও বনভোজন ১৫ ফ্রেব্রুয়ারি বোটানিক্যাল গার্ডেনে

মঠবাড়িয়ার ৮৬ ব্যাচের শিক্ষার্থী সংগঠন ম্যাক্সার বার্ষিক বন্ধু সম্মিলন ও বনভোজন ১৫ ফ্রেব্রুয়ারি বোটানিক্যাল গার্ডেনে

শিক্ষাঙ্গন প্রতিনিধি >>
পিরোজপুরের মঠবাড়িয়ার ঐতিহ্যবাহী কে.এম লতীফ ইনস্টিটিউশন এবং সরকারী হাতেম আলী বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের এস এস সি ব্যাচ ১৯৮৬ শিক্ষার্থীদের সামাজিক সংগঠন ম্যাক্সা মঠবাড়িয়ার এর বার্ষিক বন্ধু সম্মিলন ও বনভোজন আগামী ১৫ ফ্রেব্রুয়ারি শুক্রবার অনুষ্ঠিত হবে।
ঢাকার মিরপুর বোটানিক্যাল গার্ডেন, রেস্ট কর্নার এ দিনব্যাপী এ সম্মিলন ও বনভোজনে কে.এম লতীফ ইনস্টিটিউশন এবং সরকারী হাতেম আলী বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের এস এস সি ব্যাচ ১৯৮৬ শিক্ষার্থীদের অংশগ্রহণের জন্য ম্যাক্সার পক্ষ থেকে আমন্ত্রণ জানানো হয়েছে।
উল্লেখ্য ম্যাক্সা( Mathbaria Ex Student Association of 1986) মঠবাড়িয়ার কে.এম লতীফ ইনস্টিটিউশন এবং সরকারী হাতেম আলী বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের এস এস সি ব্যাচ ১৯৮৬ এর প্রাক্তন শিক্ষার্থীদের সমন্বয়ে ১৯৮৭ সালে গড়ে ওঠে। সেই থেকে সংগঠনটি প্রতিবছর সহপাঠিদের সম্মিলন ও বনভোজনসহ নানা সামাজিক কর্মকান্ড পরিচালনা করে আসছে।
আগামী ১৫ ফ্রেব্রুয়ারি শুক্রবার ঢাকার মিরপুর বোটানিক্যাল গার্ডেনে বার্ষিক সম্মিলন ও বনভোজনের আয়োজন করা হয়েছে।
এ বিষয়ে বিস্তারিত যোগাযোগ :
ম্যাক্সা মঠবাড়ীয়া

S M Zayed Hossain # ০১৭৯৫৮৯০৭০৭ Tareque Al Hossain Zagnu # ০১৭১০৮৭৫০০০, Aminul Islam # ০১৭১২৮৫৯৩১১, Enamul Haque Khan Himu # ০১৯৮১০১৪৯৪৫ Alam Hossain # ০১৭১২৮৩৭৭৮৫ Nasir Uddin# ০১৯১৮৫৪৬৬৯৯ ,জাকরিআকন#০১৭৯১২৩২১২৬ , Aktara Niru # ০১৭১২ ১৯১৩ ৫৮

Leave a Reply

x

Check Also

মঠবাড়িয়ায় জাতীয় মানবাধিকার ইউনিটি সংগঠনের উদ্যোগে রোজদারদের ইফতার বিতরণ

মঠবাড়িয়া প্রতিনিধি : পিরোজপুরের মঠবাড়িয়ায় স্বেচ্ছাসেবি সংগঠন জাতীয় মানবাধিকার ইউনিটির উদ্যোগে মাহে রমজানে সহস্রাধিক মানুষের ...