ব্রেকিং নিউজ
Home - জাতীয় - মঠবাড়িয়ায় ৯২৩জন কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ

মঠবাড়িয়ায় ৯২৩জন কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ

মঠবাড়িয়া প্রতিনিধি >>

পিরোজপুরের মঠবাড়িয়ায় মৌসুমের প্রণোদনা কর্মসূচির আওতায় প্রান্তিক ও ক্ষুদ্র কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ এবং সার বিতরণ করা হয়েছে। আজ বুধবার সকালে উপজেলা কৃষি অফিস মিলনায়তনে ৯২৩ জন কৃষকের মাঝে প্রতি কৃষকের একবিঘা জমির পরিমান অনুযায়ী খেসারী, হাইব্রিট ভুট্রা, বিটি বেগুন, বোরো ধানের জন্য উন্নত সার ও বীজ প্রনোদনা দেওয়া হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি উপজেলা ভাইস চেয়ারম্যান সিদ্দিকুর রহমান বাদশা উপস্থিত থেকে এসব কৃষি উপকরণ চাষীদের হাতে তুলে দেন।

অনুষ্ঠানে উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মনিরুজ্জামানের সভাপতিত্বে বক্তব্য দেন, উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা শ্যামল কুমার দাশ, প্রেস ক্লাবের সভাপতি জাহিদ উদ্দিন পলাশ, সাংবাদিক আবদুস সালাম আজাদী, মিজানুর রহমান মিজু, কৃষক আমিনুর রহমান প্রমুখ।

বক্তারা বলেন, বর্তমান সরকার কৃষি বান্ধব সরকার। তাই কৃষি ও কৃষকদের কল্যাণে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। কৃষি গবেষণা কেন্দ্র থেকে আবিস্কৃত সর্বশেষ আধুনিক জাতের বীজ কৃষকদের মাঝে সম্পূর্ণ বিনামূল্যে প্রদান করা হচ্ছে। এর মাধ্যমে কৃষকরা নতুন নতুন জাতের সাথে পরিচিত হচ্ছে।

Leave a Reply

x

Check Also

মঠবাড়িয়ায় মুক্তিযোদ্ধার সন্তানকে সাজানো অস্ত্র মামলায় আসামী করে হয়রাণির অভিযোগ পুলিশের বিরুদ্ধে

মঠবাড়িয়া প্রতিনিধি : পিরোজপুরের মঠবাড়িয়ায় গত সংসদ নির্বাচন চলাকালীন সময়ে থানা পুলিশের দায়ের করা একটি ...