ব্রেকিং নিউজ
Home - জাতীয় - চরখালী ফেরি বিকল ◾ ১৩ টি রুটের যোগাযোগ বিচ্ছিন্ন

চরখালী ফেরি বিকল ◾ ১৩ টি রুটের যোগাযোগ বিচ্ছিন্ন

ভাণ্ডারিয়া প্রতিনিধি >>
পিরোজপুরের ভাণ্ডারিয়া উপজেলার কঁচা নদীর টগড়া-চরখালী রুটের ফেরি চলাচল দুই দিন ধরে বন্ধ রয়েছে। এরফলে চরম ভোগান্তিতে পড়েছে দক্ষিণাঞ্চলের কয়েকটি জেলার লাখ লাখ মানুষ।
গত মঙ্গলবার রাত থেকে যান্ত্রিক ত্রুটির কারণে বিকল হয়ে যায় ফেরিটি। এরপর বুধবার সারাদিন কাজ করে ফেরিটি মেরামত করে ফেরি কর্তৃপক্ষ। তবে রাতেই আবার সেটি বিকল হয়ে পড়ে। এরপর থেকেই বন্ধ রয়েছে ফেরি চলাচল। এরফলে পিরোজপুর-ভাণ্ডারিয়াসহ দক্ষিণাঞ্চলের বিভিন্ন রুটের যান চলাচল বন্ধ রয়েছে।। আর মারাত্মক ভোগান্তিতে পড়েছে ওই ফেরিটি ব্যবহারকারী ১৩ টি রুটের কয়েক লাখ মানুষ। এছাড়া ওই ঘাটে অতিরিক্ত কোন ফেরি না থাকায় কোন যানবাহনই নদী পারাপার হতে পারছে না।
গত দুই দিন ধরে জীবনের ঝুঁকি নিয়ে অতিরিক্ত যাত্রী হয়ে ট্রলারযোগে পার হতে হচ্ছে যাত্রীরা। যাত্রীদের গুনতে হচ্ছে অতিরিক্ত ট্রলার ভাড়া। নদীর দুই পাড়ে অপেক্ষায় রয়েছে রোগীবাগীত এ্যাম্বুলেন্সসহ শত শত বাস-ট্রাক ।

ফেরির ইজারাদার কর্মচারী মো. জসীম উদ্দিন অভিযোগে জানাযায়, বরিশাল ফেরি কর্তৃপক্ষ টগড়া-চরখালী রুটের ফেরি চলাচল স্বাভাবিক রাখতে তেমন কোন গুরুত্বই দিচ্ছে না। ফলে প্রায়ই ভোগান্তিতে পড়তে হয় এ রুটের যাত্রীদের।

Leave a Reply

x

Check Also

মঠবাড়িয়ায় জাতীয় মানবাধিকার ইউনিটি সংগঠনের উদ্যোগে রোজদারদের ইফতার বিতরণ

মঠবাড়িয়া প্রতিনিধি : পিরোজপুরের মঠবাড়িয়ায় স্বেচ্ছাসেবি সংগঠন জাতীয় মানবাধিকার ইউনিটির উদ্যোগে মাহে রমজানে সহস্রাধিক মানুষের ...