ব্রেকিং নিউজ
Home - জাতীয় - পিরোজপুরে বেসরকারি প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণের দাবিতে শিক্ষকদের মানববন্ধন

পিরোজপুরে বেসরকারি প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণের দাবিতে শিক্ষকদের মানববন্ধন

 

পিরোজপুর প্রতিনিধি >>
পিরোজপুরে ৩য় ধাপে জাতীয়করণ থেকে বঞ্চিত সকল বেসরকারি প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণের দাবিতে মানববন্ধন ও প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি প্রদান করেছে বেসরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা। সোমবার সকালে শহরের বঙ্গবন্ধু চত্ত্বরে বাংলাদেশ বেসরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতি পিরাজপুর জেলা শাখার আয়োজনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এ সময় বক্তব্য রাখেন বাংলাদেশ বেসরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতির বরিশাল বিভাগীয় সভাপতি শাহনাজ পারভীন, বেসরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতি পিরোজপুর জেলা শাখার সভাপতি মো: মোস্তাফিজুর রহমান, সাধারণ সম্পাদক গৌরঙ্গ লাল মজুমদার সহ শিক্ষক নেতৃবৃন্দ।
এ সময় বক্তারা বলেন, সরকারি নিয়মে তাদের বিদ্যালয় গুলো পরিচালিত হয়। সরকারই তাদের বিদ্যালয়ে বই দিচ্ছে, সরকারি নিয়ম অনুসারে যোগদান, নিয়োগসহ সকল কার্যক্রম চলছে। কিন্তু তারপরও তারা জাতীয়করণ থেকে বঞ্চিত। তাই প্রধানমন্ত্রীর ঘোষনা অনুযায়ী অভিলম্বে প্রায় ৮ হাজার ১৫৯ টি বেসরকারী প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণের আওতায় আনার দাবী জানান বক্তারা।
পরে বাংলাদেশ বেসরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতি পিরোজপুর জেলা শাখার নেতৃবৃন্দ পিরোজপুর জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবরে স্মারকলিপি প্রদান করেন।

Leave a Reply

x

Check Also

মঠবাড়িয়ায় মুক্তিযোদ্ধার সন্তানকে সাজানো অস্ত্র মামলায় আসামী করে হয়রাণির অভিযোগ পুলিশের বিরুদ্ধে

মঠবাড়িয়া প্রতিনিধি : পিরোজপুরের মঠবাড়িয়ায় গত সংসদ নির্বাচন চলাকালীন সময়ে থানা পুলিশের দায়ের করা একটি ...