ব্রেকিং নিউজ
Home - জাতীয় - পিরোজপুরে ট্রাফিক সপ্তাহ উদযাপন উপলক্ষে বিভিন্ন কর্মসূচি শুরু

পিরোজপুরে ট্রাফিক সপ্তাহ উদযাপন উপলক্ষে বিভিন্ন কর্মসূচি শুরু

পিরাজপুর প্রতিনিধি 🔹
“ট্রাফিক আইন মেনে চলুন, জীবনকে নিরাপদ রাখুন’ শ্লোগানকে সামনে রেখে ট্রাফিক সপ্তাহ উদযাপন উপলক্ষে পিরোজপুরে সচেতনতামূলক র‌্যালী অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে জেলা পুলিশের ট্রাফিক বিভাগের আয়োজনে পুলিশ সুপার কার্যালয় থেকে একটি র‌্যালী পুলিশ সুপার মোহাম্মদ সালাম কবিরের নেতৃত্বে শুরু হয়ে শহরের বঙ্গবন্ধু চত্ত্বরে গিয়ে শেষ হয়। এ সময় র‌্যালীতে আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আহম্মদ মাঈনুল হাসান, সদর থানার অফিসার ইনচার্জ এস এম জিয়াউল হক সহ জেলা পুলিশের কর্মকর্তাবৃন্দ ও জেলা বাস ও মিনিবাস শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দ। পরে বঙ্গবন্ধু চত্ত্বরে চেক পোষ্ট বসিয়ে বিভিন্ন যানবহনের গাড়ীর কাগজপত্র ও ড্রাইভিং লাইসেন্স চেক করেন পুলিশ সুপার মোহাম্মদ সালাম কবির । এ সময় যাদের গাড়ীর কাগজপত্র নেই বা ড্রাইভিং লাইসেন্স নেই তাদের নামে মামলা দেয়া হয়। পুলিশ সুপার মোহাম্মদ সালাম কবিব জানান, সাধারণ মানুষের মাঝে ট্রাফিক আইন মেনে চলার প্রবনতা সৃষ্টির জন্য সারাদেশ ব্যাপী ট্রাফিক সপ্তাহ পালন করা হচ্ছে। এছাড়া ফিটনেস বিহীন গাড়ী ও যাদের ড্রাইভিং লাইসেন্স নাই তাদের নামে মামলা করা হচ্ছে এবং জনগণের মাঝে ট্রাফিক আইন বিষয়ে সচেতনতা বৃদ্ধির জন্য কাজ করা হচ্ছে।

Leave a Reply

x

Check Also

মঠবাড়িয়ায় জাতীয় মানবাধিকার ইউনিটি সংগঠনের উদ্যোগে রোজদারদের ইফতার বিতরণ

মঠবাড়িয়া প্রতিনিধি : পিরোজপুরের মঠবাড়িয়ায় স্বেচ্ছাসেবি সংগঠন জাতীয় মানবাধিকার ইউনিটির উদ্যোগে মাহে রমজানে সহস্রাধিক মানুষের ...