ব্রেকিং নিউজ
Home - জাতীয় - মঠবাড়িয়ার কেএম লতিফ ইনইস্টিটিউশনের তিন কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা

মঠবাড়িয়ার কেএম লতিফ ইনইস্টিটিউশনের তিন কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা

মঠবাড়িয়া প্রতিনিধি 🔹

পিরোজপুর মঠবাড়িয়ার কে.এম. লতীফ ইনস্টিটিউশনের তিন মেধাবী শিক্ষার্থীকে জাতীয় পর্যায় কৃতিত্ব অর্জন করায় সংবর্ধনা প্রদান করা হয়েছে। রবিবার বিকালে স্কুল ক্যাম্পাসে সৃজনশীল মেধা অন্বেষনে মাননীয় প্রধানমন্ত্রীর কাছ থেকে পুরুষ্কার প্রাপ্ত দুইজন শিক্ষার্থী ও প্রেসিডেন্ট স্কাউট অ্যাওয়ার্ডের জন্য একজন শিক্ষার্থী নির্বাচিত হওয়ায় স্কুল পরিচালনা পর্ষদ এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করে। এ সময় ওই তিন স্কুল শিক্ষার্থী ও তাদের গর্বিত মা’য়েদের সম্মাননা স্মারক প্রদান করা হয়েছে।

সংবর্ধিত শিক্ষার্থীরা হলো মেধা অন্বেষন ২০১৮ এর দশম শ্রেণীর জান্নাত বিনতে জাহাঙ্গীর ও একই শ্রেণীর সুদীপ্ত মজুমদার এবং প্রেসিডেন্ট স্কাউট অ্যাওয়ার্ডে নির্বাচিত দশম শ্রেণির মোসা. মরিয়ম।

সংবর্ধনা অনুষ্ঠানে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে বক্তব্য রাখেন, অনুষ্ঠানের প্রধান অতিথি বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের সভাপতি মো. আজিজুল হক সেলিম মাতুব্বর, সদস্য মো. লোকমান হোসেন খান, মঠবাড়িয়া প্রেসক্লাব সভাপতি জাহিদ উদ্দিন পলাশ, শিক্ষক খলিলুর রহমান, শিক্ষিকা আয়শা খানম, শিক্ষার্থী মরিয়ম, জান্নাত বিনতে জাহাঙ্গীর ও সুদীপ্ত মজুমদার।

মেধাবী শিক্ষার্থীদের অভিভাবকরা এমন সফলাতায় তাদের সন্তানদের জন্য দেশ বাসীর কাছে দোয়া চেয়েছেন।

Leave a Reply

x

Check Also

মঠবাড়িয়ায় জাতীয় মানবাধিকার ইউনিটি সংগঠনের উদ্যোগে রোজদারদের ইফতার বিতরণ

মঠবাড়িয়া প্রতিনিধি : পিরোজপুরের মঠবাড়িয়ায় স্বেচ্ছাসেবি সংগঠন জাতীয় মানবাধিকার ইউনিটির উদ্যোগে মাহে রমজানে সহস্রাধিক মানুষের ...