ব্রেকিং নিউজ
Home - জাতীয় - মঠবাড়িয়ার মাঝেরপুলে পুলিশের মাদক ও সন্ত্রাস বিরোধি মতবিনিময় সভা

মঠবাড়িয়ার মাঝেরপুলে পুলিশের মাদক ও সন্ত্রাস বিরোধি মতবিনিময় সভা

 

মঠবাড়িয়া প্রতিনিধি 🔹

পিরোজপুরের মঠবাড়িয়া থানা পুলিশের উদ্যোগে মাদক,বাল্য বিয়ে ও সন্ত্রাস বিরোধি কমিউনিটি পুলিশিং সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার সন্ধ্যায় মঠবাড়িয়া সদর ইউনিয়নের মাঝেরপুল সরকারী প্রাথমিক বিদ্যালয় মিলনায়তনে অনুষ্ঠিত এ মতবিনিময় সভায় এলাকার রাজনীতিক,শিক্ষক, সাংবাদিক ও গ্রামবাসি উপস্থিত ছিলেন ।
মঠবাড়িয়া সদর ইউপি চেয়ারম্যান এবিএম ফারুক হাসানের সভাপতিত্বে সভায় মঠবাড়িয়া থানার অফিসার ইনচার্জ প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন।

এছাড়া সভায় আরও বক্তব্য দেন, মুক্তিযোদ্ধা মো. শরীফ আলমগীর হোসেন, উপজেলা আওয়ামীলীগ নেতা মো. লোকমান হোসেন খান, স্বেচ্ছাসেবক লীগ নেমতা মো. জাহাঙ্গীর হোসেন, থানার উপ পরিদর্শক মো. ওসমান গণি, সাংবাদিক মিজানুর রহমান মিজু ও মো. শাহাদাৎ হোসেন প্রমূখ।
সভায় মাদক ও সন্ত্রাস প্রতিরোধে গোটা পরিবার ও সমাজকে সচেতন হওয়ার আহ্বান জানানো হয়। এছাড়া বাল্য বিয়ে প্রতিরোধে সকলকে সোচ্চার হওয়ার অনুরোধ জানানো হয়। শেষে অনুষ্ঠানে মঠবাড়িয়া বাউল শিল্পী সমিতির শিল্পীদের পরিবেশনায় বাউল গানের আসর অনুষ্ঠিত হয়।

Leave a Reply

x

Check Also

মঠবাড়িয়ায় জাতীয় মানবাধিকার ইউনিটি সংগঠনের উদ্যোগে রোজদারদের ইফতার বিতরণ

মঠবাড়িয়া প্রতিনিধি : পিরোজপুরের মঠবাড়িয়ায় স্বেচ্ছাসেবি সংগঠন জাতীয় মানবাধিকার ইউনিটির উদ্যোগে মাহে রমজানে সহস্রাধিক মানুষের ...