ব্রেকিং নিউজ
Home - জাতীয় - মঠবাড়িয়ায় মাতৃদুগ্ধ বিকল্প শিশু খাদ্য ব্যবহার বিষয়ক অবহিতকরণ সভা

মঠবাড়িয়ায় মাতৃদুগ্ধ বিকল্প শিশু খাদ্য ব্যবহার বিষয়ক অবহিতকরণ সভা

মঠবাড়িয়া প্রতিনিধি <>
পিরোজপুরের মঠবাড়িয়ায় মাতৃদুগ্ধ বিকল্প শিশু খাদ্য বানিজ্যিক ভাবে প্রস্তুতকৃত শিশুর বাড়তি খাদ্য ও ব্যবহারের সরঞ্জমাদী আইন ২০১৩ ও উহার বিধিমালা ২০১৭ বিষয়ের অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। আজ রোববার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সভা কক্ষে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার ডা. জামাল মিয়া শোভন এর সভাপতিত্বে দিনব্যাপী অনুষ্ঠিত হয়। সভায় ওই বিষয়ে রিসোর্স পার্সন হিসেবে উপস্থিত ছিলেন, স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. আলী আহসান, ডা. সিরাজুল হক, মঠবাড়িয়া থানার অফিসার ইন-চার্জ মো. গোলাম ছরোয়ার। অনুষ্ঠানে সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষক, এনজিও প্রতিনিধি ও সাংবাদিক ও সুশিল সমাজের প্রতিনিধিসহ প্রায় ৫০ জন অংশগ্রহণ করেন। ওই সভায় সকল স্বাস্থ্য পেশাজীবি এবং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা ও কর্মচারীসহ সকল শ্রেণী পেশাজীবিদের এ আইন ও বিধিমালা অবহিতকরণে বিভিন্ন সুপারিশমালা পেশ করেন।

Leave a Reply

x

Check Also

মঠবাড়িয়ায় জাতীয় মানবাধিকার ইউনিটি সংগঠনের উদ্যোগে রোজদারদের ইফতার বিতরণ

মঠবাড়িয়া প্রতিনিধি : পিরোজপুরের মঠবাড়িয়ায় স্বেচ্ছাসেবি সংগঠন জাতীয় মানবাধিকার ইউনিটির উদ্যোগে মাহে রমজানে সহস্রাধিক মানুষের ...