ব্রেকিং নিউজ
Home - জাতীয় - মঠবাড়িয়ায় শিক্ষার মানউন্নয়নে বান্ধবপাড়া ছালেহিয়া সিনিয়র মাদ্রাসার শিক্ষার্থীদের সাথে জেলা পরিষদ চেয়ারম্যানের মতবিনিময় সভা

মঠবাড়িয়ায় শিক্ষার মানউন্নয়নে বান্ধবপাড়া ছালেহিয়া সিনিয়র মাদ্রাসার শিক্ষার্থীদের সাথে জেলা পরিষদ চেয়ারম্যানের মতবিনিময় সভা

শিক্ষাঙ্গন প্রতিনিধি >

পিরোজপুরের মঠবাড়িয়ায় মাদ্রাসা শিক্ষার মান উন্নয়নের লক্ষ্য বন্ধবপাড়া ছালেহিয়া আলিম মাদ্রাসার গভার্নিং বডি, শিক্ষক ও শিক্ষার্থীদের সাথে পিরোজপুর জেলা পরিষদ চেয়ারম্যানের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ রোববার সকালে মাদ্রাসা প্রাঙ্গনে মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন পিরোজপুর জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আ’লীগ সাংগঠনিক সম্পাদক মহিউদ্দিন মহারাজ। ।
মাদ্রাসা গভার্নিং বডির সভাপতি ও উপজেলা আ’লীগ সহ-সভাপতি আলহাজ্ব ইউসুফ মাহামুদ ফরাজীর সভাপতিত্বে বক্তব্য দেন, পৌর আ’লীগ সভাপতি মুক্তিযোদ্ধা আলতাফ হোসেন আফজাল, মাদ্রাসার অধ্যক্ষ আব্দুর রহমান, মুক্তিযোদ্ধা আমীর হোসেন, প্যানেল চেয়ারম্যান ইয়াকুব ফরাজী, সাংবাদিক মিজানুর রহমান মিজু, আ’লীগ নেতা হেমায়েত উদ্দিন খান, শিক্ষক মাও: নুরুজ্জামান, আবুল কাশেম প্রমুখ।
প্রধান অতিথি মহিউদ্দিন মহারাজ শিক্ষার মান উন্নয়নে মাদ্রাসার বিভিন্ন সমস্যার সমাধানের আশ্বাস দিয়ে বলেন, উন্নয়নের মহাসড়কে চলছে দেশ। শিক্ষা-প্রতিষ্ঠানের এ উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আগামীতে আবারও নৌকায় ভোট দিয়ে এই সরকারকে ক্ষমতায় আনার আহবান জানান।

Leave a Reply

x

Check Also

লাইটার জাহাজের ধাক্কায় চরখালী ফেরিঘাটের গ্যাংওয়ে বিধ্বস্ত 🔴 যানবাহন চলাচল বন্ধ

বিশেষ প্রতিনিধি : পিরোজপুরের ভাণ্ডারিয়ার কঁচা নদীর চরখালী-টগরা ফেরিঘাটের চরখালী ঘাটে একটি জাহাজের ধাক্কায় ফেরির ...