ব্রেকিং নিউজ
Home - জাতীয় - কোটা নিয়ে ষড়যন্ত্রের প্রতিবাদে পিরোজপুরে মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের মানববন্ধন

কোটা নিয়ে ষড়যন্ত্রের প্রতিবাদে পিরোজপুরে মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের মানববন্ধন

পিরোজপুর প্রতিনিধি >>

মুক্তিযোদ্ধা সন্তানদের চাকুরির কোটা নিয়ে ষড়যন্ত্রের প্রতিবাদে পিরোজপুরে মানববন্ধন কর্মসূচি পালন করেছে মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড। মঙ্গলবার স্থানীয় গোপাল কৃষ্ণ টাউন ক্লাব সড়কে এই মানববন্ধনে মুক্তিযোদ্ধাদের সন্তানসহ মুক্তিযোদ্ধা, বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ এবং জনপ্রতিনিধিগণ অংশ নেন।
মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের আহবায়ক ও উপজেলা ভাইস চেয়ারম্যান রেজাউল করিম মন্টু সিকদারের পরিচালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা এ্যাডভোকেট আব্দুল হাকিম হাওলাদার, মুক্তিযোদ্ধা গৌতম চৌধুরী, সমীর কুমার দাস বাচ্চু, এম এ রব্বানী ফিরোজ, শহিদুল আলম মন্টু, আব্দুর রাজ্জাক মোল্লা ও দিলীপ সিকদার, পৌর কাউন্সিলর সাদুল্লাহ লিটন ও শহিদুল ইসলাম সিকদার, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সদস্য সচিব সাইফুল ইসলাম সিকদার প্রমুখ।
এসময় বক্তারা কোটা প্রথা বিলুপ্তির নামে জামায়াত-শিবিরের ক্যাডাররা সাধারন ছাত্র-ছাত্রীদের উস্কানী দিয়ে আন্দোলনের নামে যে নৈরাজ্য সৃস্টি করছে তার প্রতিবাদ জানান এবং এ সকল রৈাজ্য সৃস্টিকারীদের বিচারের অওতায় আনার দাবী জানিয়ে বলেন,যারা আন্দোলন করছে তারা দেশের শত্রু ও স্বাধীনতা বিরোধী। সরকারকে কঠোর হাতে চক্রান্তকারীদের দমন করার দাবি জানান। বক্তারা ঢাকা বিশ্ব বিদ্যালয়ের উপাচর্যের বাড়িতে হামলা, ভাংচুর ও অগ্নিসংযোগের ঘটনার তীব্র নিন্দা জানিয়ে দায়ী ব্যাক্তিদের বিচারের দাবি জানান। পরে প্রধানমন্ত্রী বরাবরে পিরোজপুরের জেলা প্রশাসক আবু আহমদ ছিদ্দীকীর হাতে একটি স্মারকলিপি প্রদান করা হয়।

Leave a Reply

x

Check Also

মঠবাড়িয়ায় জাতীয় মানবাধিকার ইউনিটি সংগঠনের উদ্যোগে রোজদারদের ইফতার বিতরণ

মঠবাড়িয়া প্রতিনিধি : পিরোজপুরের মঠবাড়িয়ায় স্বেচ্ছাসেবি সংগঠন জাতীয় মানবাধিকার ইউনিটির উদ্যোগে মাহে রমজানে সহস্রাধিক মানুষের ...