ব্রেকিং নিউজ
Home - অপরাধ - মঠবাড়িয়ায় মাদ্রাসার ভূয়া পরিদর্শক আটক

মঠবাড়িয়ায় মাদ্রাসার ভূয়া পরিদর্শক আটক

 

মঠবাড়িয়া প্রতিনিধি >>

পিরোজপুরের মঠবাড়িয়ায় এসএম বাতেন নামে এক ভূয়া মাদ্রাসা পরিদর্শককে আটক করেছে পুলিশ। আজ মঙ্গলবার দুপুরে উপজেলার মিরুখালী ইউনিয়নের ছোটহারজী সিনিয়র মাদ্রাসা থেকে পুলিশ তাকে আটক করে। গ্রেফতারকৃত প্রতারক এসএম বাতেন গাজিপুর জেলার কালিগঞ্জ উপজেলার রামচন্দ্রপুর গ্রামের শেখ মো. আনোয়ার হোসাইনের ছেলে।

থানা ও সংশিলষ্ট মাদ্রাসা সূত্রে জানাগেছে, অভিযুক্ত এসএম বাতেন ঝালকাঠির কাঁঠালিয়া উপজেলার নেয়ামতপুরা মাদ্রাসায় শিক্ষক হিসেবে কর্মরত অবস্থায় গত একবছর আগে বহিস্কার হয়। এরপর সে শিক্ষা বোর্ডের ভূয়া পরিদর্শক সেজে বিভিন্ন স্কুল মাদ্রাসায় ভিজিট করে নানাভাবে হয়রাণি করে অর্থ হাতিয়ে প্রতারণার সঙ্গে জড়িয়ে পড়ে। আজ মঙ্গলবার সকাল সাড়ে দশটার দিকে এসএম বাতেন মঠবাড়িয়ার ছোটহারজী সিনয়র মাদ্রাসায় বোর্ডেও পরিদর্শক পরিচয় দিয়ে মাদ্রাসা ভিজিট করতে আসে। এরপর সে ওই মাদ্রাসার সকল কাগজপত্র পর্যবেক্ষনের নাটক করে শিক্ষক কর্মচারীদের নানা ত্রুটি ও অসংগতির অভিযোগ তোলে। এক পর্যায় সে শিক্ষক হাজিরা খাতাসহ মাদ্রাসার সমুদয় কাগজপত্রের ছবি মোবাইলে ধারন করে মাদ্রাসার এমপিও বাতিল ও শিক্ষক কর্মচারীদের চাকুরি খোয়ানোর হুমকী দিতে থাকে। বিষয় শিক্ষকদেও মধ্যে কিছুটা সন্দেহের সৃষ্টি হলে মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মো. আব্দুল হক মাদ্রাসা ম্যানেজিং কমিটির সভাপতি অধ্যক্ষ মো. আলমগীর হোসেন খানকে অবহিত করেন। তিনি ওই পরিদর্শককে আটক করে থানায় খবর দেন। পুলিশ দুপুরে ঘটনাস্থলে উপস্থিত হয়ে জিজ্ঞাসাবাদ করলে প্রতারক বাতেন ভূয়া পরিদর্শক সাজার বিষয়টি স্বীকার করলে পুলিশ তাকে আটক করে।
এ ঘটনায় মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মো. আব্দুল হক বাদি হয়ে মঠবাড়িয়া থানায় একটি প্রতারণার লিখিত অভিযোগ দায়ের করেছেন।

এ ব্যাপারে মঠবাড়িয়া থানার উপপরিদর্শক মো. জাহিদ হাসান বিষয়টি নিশ্চিত করে বলেন, স্কুল মাদ্রাসার ভূয়া পরিদর্শক এর অভিযোগে এসএম বাতেনকে আটক করা হয়েছে। তবে তার পরিবার বাতেনকে মানসিক বিকারগ্রস্ত বলে দাবি করছেন। বিষয়টি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

Leave a Reply

x

Check Also

মঠবাড়িয়ায় প্রতিপক্ষের হামলায় শ্রমিক নিহত দুইজন আটক

মঠবাড়িয়া প্রতিনিধি 🔴 পিরোজপুরের মঠবাড়িয়ায় জমি সংক্রান্ত পূর্ব বিরোধের জের ধরে উজ্জল অধিকারি (২০) নামে ...