ব্রেকিং নিউজ
Home - জাতীয় - শেষের কবিতা নিয়ে ভারত যাচ্ছে প্রাঙ্গণেমোর

শেষের কবিতা নিয়ে ভারত যাচ্ছে প্রাঙ্গণেমোর

ভারতের পশ্চিমবঙ্গের কল্যাণী নাট্যকেন্দ্রের আয়োজনে ২২ ডিসেম্বর সন্ধ্যায় মঞ্চায়ন হবে ঢাকার প্রাঙ্গণেমোর’র নাট্যপ্রযোজনা ‘শেষের কবিতা’।
কল্যাণীর ২১তম নাট্যোৎসবে ঋত্বিক সদন মঞ্চে নাটকটির প্রদর্শনী হবে। এ উপলক্ষে রবিবার ভারতের কল্যাণী যাচ্ছে নাট্যদলটি।

রবীন্দ্রনাথ ঠাকুরের ‘শেষের কবিতা’ উপন্যাস থেকে এর নাট্যরূপ দিয়েছেন অনন্ত হিরা আর নির্দেশনা দিয়েছেন নূনা আফরোজ। ‘শেষের কবিতা’ নাটকে অভিনয় করেছেন— নূনা আফরোজ, অনন্ত হিরা, রামিজ রাজু, শুভেচ্ছা, ইস্টের সুমী, আউয়াল রেজা, সরোয়ার সৈকত, মাইনুল তাওহীদ, চৈতী, কারিমা, জাহিদ, আশা, রিগ্যান, সীমান্ত, মনির, বিপ্লব, ঊষা ও সাইক নাজাত।

২০১২ সালের ২৬ আগস্ট পশ্চিমবঙ্গের মধুসূদন মঞ্চে নাটকটির উদ্বোধনী মঞ্চায়ন হয়েছিলে। এ ছাড়া এ ভারতের মুম্বাই ও শান্তি নিকেতনে নাটকটির মঞ্চায়ন প্রশংসা কুড়িয়েছে। বাংলাদেশের বিভিন্ন মঞ্চে নাটকটির প্রদর্শনী হয়েছে।

Leave a Reply

x

Check Also

মঠবাড়িয়ায় বিএনপির নির্বাচন বিরোধী প্রচারপত্র বিলি

মঠবাড়িয়া প্রতিনিধি : পিরোজপুরের মঠবাড়িয়ায় আওয়ামীলীগের একতরফা নির্বাচন বন্ধের দাবী ও ভোটারদের ভোট কেন্দ্রে না ...