ব্রেকিং নিউজ
Home - জাতীয় - পিরোজপুরে জাতীয় দুর্যোগ প্রস্ততি দিবস পালিত

পিরোজপুরে জাতীয় দুর্যোগ প্রস্ততি দিবস পালিত

পিরোজপুর প্রতিনিধি >>

পিরোজপুরে আজ বিভিন্ন কর্মসূচীর মধ্য দিয়ে জাতীয় দুর্যোগ প্রস্ততি দিবস পালিত হয়েছে। এবারের স্লেগান হচ্ছে “ জানবে বিশ্ব জানবে দেশ – দুর্যোগ মোকাবেলায় বাংলাদেশ” । উপলক্ষে শনিবার সকালে একটি বর্নাঢ্য র‌্যালি কেন্দ্রীয় শহিদ মিনার প্রাঙ্গন থেকে শুরু হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন শেষে সরকারী বালক বিদ্যালয় মিলনায়তনে গিয়ে শেষ হয় ।

শেষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোঃ আবু আহমদ ছিদ্দীকী। বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ জসিম উদ্দিন মাঝির সভাপতিত্বে অনুষ্ঠিত এ আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও জেলা শিল্পকলা একাডেমির সাধারন সম্পাদক জিয়াউল আহসান গাজী, পিরোজপুরের সিনিয়র সাংবাদিক গৌতম চৌধুরী, জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সালমা জাহান ও মহিলা আওয়ামীলীগ নেত্রী শাহিদা বারেক। র‌্যালি ও আলোচনা সভায় জেলা প্রশাসন ও জেলা পর্যায়ের কর্মকর্তাবৃন্দ, বেসরকারী সংস্থার প্রতিনিধিবৃন্দ, গণমাধ্যমের কর্মীবৃন্দ এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীবৃন্দ সহ বিভিন্ন শ্রেনী ও পেশার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। জেলা প্রশাসক তার বক্তব্যে বলেন দুর্যোগ মোকাবেলায় বাংলাদেশ এখন বিশ্বে অনূকরনীয় দৃষ্টান্ত স্থাপন করেছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার বজ্রপাত থেকে প্রান বাঁচাতে ১০ লক্ষ তাল চারা রোপন করেছে। ১০ সহস্রাধিক ঘূর্নিঝড় সহনীয় গৃহ নির্মান করে দিয়েছেন এবং উপকূলীয় এলাকার লোকজন এখন এসব ঘরে বসবাস করছে। এই পিরোজপুরে শতাধিক ঘূর্নিঝড় আশ্রয়কেন্দ্র নির্মান করা হয়েছে এবং আরও কিছু সংখ্যক নির্মানাধীন রয়েছে। পাঠ্যপুস্তকেও বর্তমান সরকার প্রাকৃতিক দূর্যোগ ও পরিবেশ সুরক্ষার বিষয় সচেতনতা সৃষ্টির লক্ষে অন্তর্ভূক্ত করেছে। আমাদের সকলের মধ্যে সচেতনতা সৃষ্টি করা সম্ভব হলে জানমালের সুরক্ষা সম্ভব হবে। আলোচনা সভা শেষে প্রাকৃতিক দূর্যোগ মোকাবেলায় সচেতনতা সৃষ্টিতে রচনা ও চিত্রাকংন প্রতিযোগিতায় বিজয়ী বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মাঝে পুরুস্কার বিতরন করেন জেলা প্রশাসক। এসময় ওয়ার্ল্ড ভিশন এর আয়োজনে ঝড় শিরোনামের একটি নাটিকা প্রদর্শিত হয়। এর পর সরকারী বিদ্যালয় মাঠে ফায়ার ব্রিগেড এর কর্মীরা আগুন নেভানো সহ বিভিন্ন প্রাকৃতিক দূর্যোগ মোকাবেলার মহড়া প্রদর্শন করেন।

Leave a Reply

x

Check Also

লাইটার জাহাজের ধাক্কায় চরখালী ফেরিঘাটের গ্যাংওয়ে বিধ্বস্ত 🔴 যানবাহন চলাচল বন্ধ

বিশেষ প্রতিনিধি : পিরোজপুরের ভাণ্ডারিয়ার কঁচা নদীর চরখালী-টগরা ফেরিঘাটের চরখালী ঘাটে একটি জাহাজের ধাক্কায় ফেরির ...