ব্রেকিং নিউজ
Home - অন্যান্য - জনস্বাস্থ্য - চাকরি জাতীয় করণের দাবিতে কর্মবিরতি পালন করছে সিএইচসিপিরা

চাকরি জাতীয় করণের দাবিতে কর্মবিরতি পালন করছে সিএইচসিপিরা

পিরোজপুর প্রতিনিধি >>
পিরোজপুরে চাকরি জাতীয় করণের দাবিতে কর্মবিরতি পালন করছে কমিউনিটি ক্লিনিকে কর্মরত কমিউনিটি হেলথ কেযার প্রভাইডার (সিএইচসিপিরা)। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে শনিবার সকাল থেকে জেলার ৭টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে জেলার ১৬১টি কমিউনিটি ক্লিনিকের ১৫১ জন সিএইচসিপি অবস্থান নেয়। সারাদেশের সাথে একযোগে তারা এ কর্মবিরতি পালন করছে। কর্মসূচির মধ্যে রয়েছে ২০ থেকে ২২ জানুয়ারী পর্যন্ত স্ব-স্ব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে ৩ দিন ব্যাপি কর্মবিরতি পালন, ২৩ জানুয়ারী সিভিল সার্জনের কাছে স্মারকলিপি পেশ ও অবস্থান কর্মসূচি পালন, ২৪ ও ২৫ জানুয়ারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে কর্মবিরতি পালন। এরপর ২৭ জানুয়ারী রাজধানী ঢাকায় জাতীয় প্রেস ক্লাবের সামনে অবস্থান কর্মসূচি পালন করার ঘোষনা দিয়েছে কেন্দ্রীয় সিএইচসিপি এসোসিয়েশন দাবি বাস্তবায়ন কমিটি।
পিরোজপুর জেলা সিএইচসিপি এসোসিয়েশনের সভাপতি রফিকুল ইসলাম বলেন, ২০১১ সালে আমরা নিয়োগ পাবার পর ২০১৩ সাল থেকে রাজস্ব করণের প্রক্রিয়ার বিষয়টি প্রকল্প অফিস থেকে বিভিন্ন চিঠি পত্রের মাধ্যমে আমাদের জানানো হয়। এমনকি রাজস্ব করণের জন্য দেশব্যাপি আন্দোলনে নামলে আমাদের জাতীয় করণের আশ^াস দেয়া হয়। কিন্তু সিএইচসিপিদের জাতীয় করণের বিষয়টি নিয়ে এখন নানা তালবাহানা শুরু করায় আমরা আন্দোলনে নেমেছি। বর্তমানে সারাদেশে ১৩ হাজার ৮’শ ৬১ জন সিএইচসিপি কর্মরত রয়েছে বলে তিনি জানান।

Leave a Reply

x

Check Also

মঠবাড়িয়ায় জাতীয় মানবাধিকার ইউনিটি সংগঠনের উদ্যোগে রোজদারদের ইফতার বিতরণ

মঠবাড়িয়া প্রতিনিধি : পিরোজপুরের মঠবাড়িয়ায় স্বেচ্ছাসেবি সংগঠন জাতীয় মানবাধিকার ইউনিটির উদ্যোগে মাহে রমজানে সহস্রাধিক মানুষের ...