ব্রেকিং নিউজ
Home - জাতীয় - প্রথমবারের মতো নির্বাচনে প্রার্থী হলো দুই হিজড়া

প্রথমবারের মতো নির্বাচনে প্রার্থী হলো দুই হিজড়া

বাংলাদেশে প্রথমবারের মতো তৃতীয় লিঙ্গ বা হিজড়ারা নির্বাচনে প্রার্থী হয়েছেন।

আগামী ৩০ ডিসেম্বর অনুষ্ঠেয় পৌরসভা নির্বাচনে সাতক্ষীরা ও যশোর থেকে সংরক্ষিত নারী আসনে প্রতিদ্বন্দ্বিতা করবেন দুই হিজড়া। ওই দুই প্রার্থীর নাম দিতি ও সীমা। সাতক্ষীরার কলারোয়া পৌরসভার ৭, ৮ ও ৯ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে লড়বেন দিতি। আর যশোরের বাঘারপাড়ায় পৌরসভায় সংরক্ষিত মহিলা কাউন্সিলর প্রার্থী হিসেবে লড়ছেন সুমি।

গণমাধ্যমের সঙ্গে সাক্ষাৎকারে দিতি বলেন, একটা বিষয় সবসময় মনে রাখবেন, কেউই আপনাকে আপনার পাওনা এমনি এমনি বুঝিয়ে দেবে না। নিজের পাওনাটা আপনার নিজেকেই আদায় করে নিতে হবে। আমি আমাদের অধিকার নিশ্চিত করার জন্য নির্বাচনে প্রার্থী হয়েছি। আমি যদি নির্বাচনে জয় লাভ করি তাহলে হিজড়া সম্প্রদায়ের লোকদের অধিকার আদায়ে সর্বোচ্চ চেষ্টা করবো। আর আমি সবসময়ই গরিব ও বঞ্চিত লোকদের পাশে থাকবো।
প্রচারে গিয়ে কোনো রকম বাধা বা অবহেলার মুখোমুখি হচ্ছেন কি না জানতে চাইলে দিতি বলেন, বাধা তো দূরের কথা সাধারণ জনগণ তাকে সহায়তা করছেন। তাঁরা উৎসাহ দিচ্ছেন।

প্রসঙ্গত, বাংলাদেশে হিজড়াদের সংখ্যা কত সেটির সুনির্দিষ্ট কোনো পরিসংখ্যান নেই। হিজড়াদের নিয়ে কাজ করে এমন বেসরকারি সংস্থাগুলো বলছে এই সংখ্যা ৫০ হাজারের মতো হতে পারে। ২০০৯ সালের ডিসেম্বরে হিজড়াদেরকে সর্বপ্রথম ভোটাধিকার দেয়া হয়।

Leave a Reply

x

Check Also

মঠবাড়িয়ায় চারবারের সাংসদ ডা. ফরাজিকে বিপুল ভোটে হারিয়ে স্বতন্ত্র প্রার্থী শামীম শাহনেওয়াজ বিজয়ী

বিশেষ প্রতিনিধি : পিরোজপুর-৩ মঠবাড়িয়া একক আসনে কোনও অপ্রীকর ঘটনা ছাড়াই সুষ্ঠু নির্বাচন সম্পন্ন হয়েছে ...