ব্রেকিং নিউজ
Home - জাতীয় - পিরোজপুরে জাতীয় সমাজ সেবা দিবস উদযাপন

পিরোজপুরে জাতীয় সমাজ সেবা দিবস উদযাপন

পিরোজপুর প্রতিনিধি >>

‘নারী পুরুষ নির্বিশেষ, সমাজ সেবায় গড়বো দেশ’ এই প্রতিপাদ্য নিয়ে পিরোজপুরে পালিত হয়েছে জাতীয় সমাজ সেবা দিবস। এ উপলক্ষে মঙ্গলবার সকালে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জেলা শিল্পকলা একাডেমীতে গিয়ে শেষ হয়। পরে সেখানে এক আলোচনা সভায় প্রধান অতিথি জেলা প্রশসাক মো. খায়রুল আলম সেখ বলেন, দেশের ও সমাজের সকল শ্রেনী পেশার মানুষের ভাগ্যন্নোয়ন না হলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘোষিত ভিশন টোয়েন্টি টোয়েন্টি ওয়ান সফল হবেনা। তিনি বলেন, ২০২১ সাল নয় চলতি বছর ১৮ মাচেৃর ভিতরই ওয়ার্ল্ড ব্যাংক বাংলাদেশকে মধ্যম আয়ের দেশ ঘোষনা করবে। তিনি সমাজের সকল সচ্ছল মানুষকে অসহায় অসচ্ছল মানষের পাশে দাড়ানোর আহবান জানিয়ে বলেন, আপনাদের সকলের সহযোগীতা পেলে সরকারের উন্নয়ন তরান্বিত হবে।
জেলা সমাজ সেবা অধিদপ্তরের উপ পরিচালক আল মামুন তালুকদারের সভাপতিত্বে এসময় অন্যাণ্যের মধ্রে বক্তব্য রাখেন, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এম এ হাকিম হাওলাদার, অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল আহম্মদ মাইনুল হোসেন, সাংবাদিক গৌতম চৌধুরী,জেলা মহিলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শাহিদা বারেক, জেলা সমাজসেবা প্রোবেশন অফিসার জাকির হোসেন হাওলাদার প্রমুখ। মোস্তফা ইফতেখার হোসেনের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন, সমাজ সেবা সহকারী পরিচালক শহিদুল ইসলাম।
পরে প্রবীন ও বয়স্কদের মাঝে বয়স্কভাতা কার্ড প্রদান করেন প্রধান অতিথি জেলা প্রশসাক।

Leave a Reply

x

Check Also

মঠবাড়িয়ায় জাতীয় মানবাধিকার ইউনিটি সংগঠনের উদ্যোগে রোজদারদের ইফতার বিতরণ

মঠবাড়িয়া প্রতিনিধি : পিরোজপুরের মঠবাড়িয়ায় স্বেচ্ছাসেবি সংগঠন জাতীয় মানবাধিকার ইউনিটির উদ্যোগে মাহে রমজানে সহস্রাধিক মানুষের ...