ব্রেকিং নিউজ
Home - জাতীয় - পিরোজপুরে টেকসই উন্নয়ন অভীস্ট অর্জনে উদ্যোক্তা সৃষ্টি ও দক্ষতা উন্নয়ন বিষয়ক কর্মশালা

পিরোজপুরে টেকসই উন্নয়ন অভীস্ট অর্জনে উদ্যোক্তা সৃষ্টি ও দক্ষতা উন্নয়ন বিষয়ক কর্মশালা

পিরোজপুর প্রতিনিধি >>
পিরোজপুরে টেকসই উন্নয়ন অভীস্ট (এসডিজি) অর্জনে স্থানীয়করন ব্যক্তিখাতে বিনিয়োগ পরিকল্পনা এবং উদ্যোক্তা সৃষ্টি ও দক্ষতা উন্নয়ন বিষয়ক এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসনের আয়োজনে এবং গভর্ন্যান্স ইনোভেশন ইউনিটের সহযোগীতায় আজ মঙ্গলবার জেলা প্রশাসকের সম্মেলন কেন্দ্রে দিনব্যাপী এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসক মো. খায়রুল আলম সেখ এর সভাপতিত্বে কর্মশালায় প্রধাণ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল বিভাগের অতিরিক্ত বিভাগীয় কমিশনার (রাজস্ব) মো. গোলাম মোস্তফা। জেলার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. মোস্তাফিজুর রহমানের সঞ্চালনায় কর্মশালায় উপস্থিত ছিলেন স্থানীয় সরকার প্রকৌশল দপ্তরের উপ পরিচালক কাজী মো. তোফায়েল হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার জি এম আবুল কালাম আজাদ সহ জেলার বিভিন্ন সরকারী দপ্তরের প্রধানগন, সকল উপজেলার নির্বাহী কর্মকর্তা, সাংবাদিক, পৌর সভার মেয়র,উপজেলা ভাইস চেয়ারম্যান গন, ইউপি উদ্যোক্তা, এনজিও,স্কুল শিক্ষক ।
দিনভর এ কর্মশালায় দুটি অধিবেশনে গ্রুপ ওয়ার্কিং এর মাধ্যমে এসডিজি অর্জনে স্থানীয়করন বিষয়ক রুপরেখা এবং স্থানীয় ভাবে ব্যাক্তিখাতে বিনিয়োগ পরিকল্পনা এবং উদ্যোক্তা সৃষ্টি ও দক্ষতা উন্নয়ন বিষয়ক বিভিন্ন মতামত ও পরামর্শ প্রদান করা হয়।

Leave a Reply

x

Check Also

মঠবাড়িয়ায় জাতীয় মানবাধিকার ইউনিটি সংগঠনের উদ্যোগে রোজদারদের ইফতার বিতরণ

মঠবাড়িয়া প্রতিনিধি : পিরোজপুরের মঠবাড়িয়ায় স্বেচ্ছাসেবি সংগঠন জাতীয় মানবাধিকার ইউনিটির উদ্যোগে মাহে রমজানে সহস্রাধিক মানুষের ...