ব্রেকিং নিউজ
Home - জাতীয় - পিরোজপুরে স্থানীয় কৃষি ও কৃষকের সমস্যা সমাধানের দাবীতে মানববন্ধন

পিরোজপুরে স্থানীয় কৃষি ও কৃষকের সমস্যা সমাধানের দাবীতে মানববন্ধন

পিরোজপুর প্রতিনিধি ▶️

পিরোজপুরে কৃষি পণ্যের ন্যায্য মূল্য, কৃষি জমি সুরক্ষা আইনের যথাযথ বাস্তবায়ন, কৃষি ঋণ সহজীকরন ও জলবায়ু অভিযোজনের ভিত্তিতে কৃষি বাজেটে অধিক বরাদ্ধের দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

আজ বুধবার সকালে শহরের টাউন ক্লাব সড়কে বাংলাদেশ কৃষি ফার্ম শ্রমিক ফেডারেশনের আয়োজনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এ সময় বক্তব্য রাখেন গণউন্নয়ন সমিতির নির্বাহী পরিচালক জিয়াউল আহসান জিয়া, পিরোজপুর প্রেসক্লাবের সহ-সভাপতি খালিদ আবু, বাংলাদেশ কৃষি ফার্ম শ্রমিক ফেডারেশনের সদস্য মনিরুল ইসলাম টুলু, আতিকুর রহমান,কৃষক আলী আজম শেখ, শাহ জালাল শেখ। মানববন্ধন পরিচালনা করেন বেসরকারী উন্নয়ন সংস্থা পিরোজপুর পিডিএফ এর নির্বাহী পরিচালক রফিকুল ইসলাম পান্না।

এ সময় মানববন্ধনে বক্তারা, জলবায়ূ অভিযোজনের নিরিখে বাজেটে কৃষি খাতে বরাদ্দ ও ভর্তুকি বাড়ানো, পরিবর্তিত পরিস্থিতির উপযোগী বিকল্প কৃষি ব্যবস্থার বিকাশ ঘটানো, সারে ভর্তুকী বাড়ানো, সরকারি ধান ক্রয় কার্যক্রমে সরাসরি কৃষকদের কাছ থেকে অথবা ইউনিয়ন পরিষরদের মাধ্যেমে ধানক্রয় সহ বিভিন্ন দাবী করেন।

Leave a Reply

x

Check Also

মঠবাড়িয়ায় জাতীয় মানবাধিকার ইউনিটি সংগঠনের উদ্যোগে রোজদারদের ইফতার বিতরণ

মঠবাড়িয়া প্রতিনিধি : পিরোজপুরের মঠবাড়িয়ায় স্বেচ্ছাসেবি সংগঠন জাতীয় মানবাধিকার ইউনিটির উদ্যোগে মাহে রমজানে সহস্রাধিক মানুষের ...