ব্রেকিং নিউজ
Home - জাতীয় - পিরোজপুরে শিশু অধিকার সপ্তাহ ও বিশ্ব শিশু দিবসের উদ্বোধন

পিরোজপুরে শিশু অধিকার সপ্তাহ ও বিশ্ব শিশু দিবসের উদ্বোধন

পিরোজপুর প্রতিনিধি ▶️

‘শিশু পেলে অধিকার, খুলবে নতুন বিশ্বদ্বার’ এই প্রতিপাদ্য নিয়ে পিরোজপুরে উদ্বোধন হয়েছে শিশু অধিকার দিবস-২০১৭ ও বিশ্ব শিশু দিবস। জেলা প্রশাসন ও জেলা শিশু একাডেমীর আয়োজনে আজ বুধবার সকালে জেলা শিশু একাডেমী মিলনায়তনে সপ্তাহ ব্যাপি বিভিন্ন কর্মসুচির উদ্বোধন করেন জেলা প্রশাসক মো. খায়রুল আলম সেখ। উদ্বোধনী বক্তব্যে জেরা প্রশাসক বলেন, আজকের সকল শিশুই গ্লোবাল সিটিজেন। ২০৪১ সালের মধ্যে আমাদের দেশ বিশ্বের একটি উন্নত দেশে পরিগনিত হবে। আর এজন্য আগামী দিনের নেতৃত্ব গ্রহনের জন্য এবং একজন সূ-নাগরিক হওয়ার জন্য সকল শিশু কিশোরকে শিশু অধিকার সম্পর্কে জানতে হবে। আর এজন্য দরকার অনেক পড়াশুনার। তিনি বলেন, শিশুর সৃজনশীল প্রতিভা বিকাশে শিশু অধিকার আইন বাস্তবায়নে আমাদের জোড়ালো ভুমিকা রাখতে হবে। এজন্য আমাদের বেশি বেশি জ্ঞান-বিজ্ঞানের বই সহ আমাদের সংবিধান সম্পর্কেও জানা একান্ত প্রয়োজন। আর এজন্য আমাদের সকল অভিভাবদের বিশেষ করে মায়েদের ভুমিকা খুবই গুরুত্বপূর্ণ।

জেলা শিশু বিষয়ক কর্মকর্তা মো. মোজাম্মেল হোসেনের সঞ্চালনায় প্লান ইন্টারন্যাশনাল বাংলাদেশ, সেভদা চিলড্রেন এবং ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের সহযোগিতায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন, অতিরিক্ত পুলিশ সুপার জি এম আবুল কালাম আজাদ, ওয়ার্ল্ডভিশন পিরোজপুরের ম্যানেজার রিচা সিলভিয়া ও ছাত্র সৌরভ দাস। উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক এস এম সোহরাব হোসেন, সদর উপজেলা ভাইস চেয়ারম্যান রেজাউল করিম মন্টু সহ বিভিন্ন স্কুল কলেজের ছাত্র-ছাত্রীরা।

সপ্তাহ ব্যাপি বিভিন্ কর্মসুচির মধ্যে রয়েছে বিভিন্ন মৌসুমী প্রতিযোগিতা, কুইজ, বিতর্ক ও সাংস্কৃতিক অনুষ্ঠান।

Leave a Reply

x

Check Also

মঠবাড়িয়ায় জাতীয় মানবাধিকার ইউনিটি সংগঠনের উদ্যোগে রোজদারদের ইফতার বিতরণ

মঠবাড়িয়া প্রতিনিধি : পিরোজপুরের মঠবাড়িয়ায় স্বেচ্ছাসেবি সংগঠন জাতীয় মানবাধিকার ইউনিটির উদ্যোগে মাহে রমজানে সহস্রাধিক মানুষের ...