ব্রেকিং নিউজ
Home - জাতীয় - পথহারা সুজন বাবা মায়ের কাছে ফিরতে চায়

পথহারা সুজন বাবা মায়ের কাছে ফিরতে চায়

মঠবাড়িয়া প্রতিনিধি▶️

পিরোজপুরের মঠবাড়িয়ায় সুজন হাওলাদার (১০) নামে একটি শিশু পথহারা হয়ে এখন বাবা মায়ের কাছে ফিরতে চায়। গত চারদিন ধরে শিশুটি মঠবাড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধিন রয়েছে। ছেলেটি ময়মনসিংহ শহওে একটি চায়ের দোকানে কাজ করত। সেখান থেকে ট্রনে চড়ে সে পথভুলে মঠবাড়িয়া চলে আসে।
পথহারা শিশু সুজন জানায়, তার বাড়ি ময়মনসিংহের ত্রিশাল উপজেলার ছিলামপুর গ্রামে। তার বাবা সুলতান হাওলাদার ও মা ফাতেমা বেগম । সে ময়মনসিংহ রেল স্টেশনে একটি চায়ের এর দোকানে কাজ করত। সেখানে গত ১৫দিন আগে সে ট্রেনে উঠলে ট্রেন ছেড়ে দিলে আর নামতে পারেনি। পরে সে খুলনা শহরে চলে আসে। খুলনা শহরে অনেক ঘোরাঘুরির পর সে স্টিমারে উঠে পিরোজপুরের মঠবাড়িয়ার মাছুয়া ষ্টিমারঘাটে নেমে মঠবাড়িয়া শহরে চলে আসে । গত রবিবার শিশু সুজন মঠবাড়িয়া পৌর শহরের দক্ষিন বন্দর মোটরসাইকেল স্টান্ডে দাড়িয়ে কান্নাকাটি করছিল।
স্থানীয় পিযুষ মিমÍ্রী নামে এক যুবক তাকে জ্ঞিাসাবাদ করলে শিশুটি বলে, আমি পথ ভুলে এসেছি । গত ৪-৫দিন কিছু খাইনি। পরে পিযুষ ছেলেটিকে খাবার খাইয়ে মঠবাড়িয়া থানায় নিয়ে যায়।

এ বিষয়ে মঠবাড়িয়া থানার উপ পরিদর্শক মো. ওসমান গণি জানান, শিশুটি গুরুতর অসুস্থ হাসপাতালে ভর্তি করা হয়। গত রবিবার থেকে হাসপাতালে ভর্তির পর পথহারা সুজনের পরিবারের খোঁজ খবর নেওয়া হলেও এখনও নিশ্চিত হওয়া যায়নি । ফলে শিশুটিকে প্রকৃত বাবা মায়ের কাছে হস্তান্তর করা সম্ভব হচ্ছে। কেউ সন্ধান পেলে মঠবাড়িয়া থানায় যোগাযোগের জন্য অনুরোধ তিনি অনুরোধ জানিয়েছেন।

Leave a Reply

x

Check Also

মঠবাড়িয়ায় জাতীয় মানবাধিকার ইউনিটি সংগঠনের উদ্যোগে রোজদারদের ইফতার বিতরণ

মঠবাড়িয়া প্রতিনিধি : পিরোজপুরের মঠবাড়িয়ায় স্বেচ্ছাসেবি সংগঠন জাতীয় মানবাধিকার ইউনিটির উদ্যোগে মাহে রমজানে সহস্রাধিক মানুষের ...