ব্রেকিং নিউজ
Home - অপরাধ - রোহিঙ্গাদের ওপর নিষ্ঠুরতার প্রতিবাদে কাউখালীতে তথ্যচিত্র প্রদর্শনী

রোহিঙ্গাদের ওপর নিষ্ঠুরতার প্রতিবাদে কাউখালীতে তথ্যচিত্র প্রদর্শনী

কাউখালী প্রতিনিধি >>

মিয়ানমারে রোহিঙ্গা মুসলমানদের ওপর মিয়ানমার সরকারের গণহত্যার প্রতিবাদ জানিয়ে পিরোজপুরের কাউখালীতে তথ্যচিত্র প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে। আজ রবিবার কাউখালী তথ্য কেন্দ্র সংগ্রহশালার উদ্যোগে উপজেলা চত্বরে দিনব্যাপী এ তথ্যচিত্র প্রদর্শনী অনুষ্ঠিত হয়।

এতে মিয়ানমারে রোহিঙ্গা মুসলমানের উপর বর্বরোচিত অত্যাচার, হত্যা ধর্ষণ ও নির্যাতনের উপর বিভিন্ন সংবাদপত্রে প্রকাশিত ছবি ও প্রতিবেদন প্রদর্শন করা হয়। তথ্যকেন্দ্র সংগ্রহ শালার প্রতিষ্ঠাতা আবদুল লতিফ খসরুর ব্যাক্তিগত উদ্যোগে বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রকাশিত ছবি ও সংবাদের কাটিং দিয়ে একটি তথ্য বোর্ড তৈরী করা হয়েছে। যেখানে স্থান পেয়েছে মিয়ানমারের নারকীয় হত্যাযজ্ঞসহ বিপন্ন রোহিঙ্গাদের দু:খ দুর্দশার চিত্র। স্টপ কিলিং মিয়ানমার এ শিরোনামে এ তথ্যচিত্র প্রদর্শনীতে অর্ধশত ছবি স্থান পেয়েছে। দর্শনার্থীরা অনেকেই রোহিঙ্গা মুসলমানের ওপর মিয়ানমারের নির্মম অত্যাচারের চিত্র দেখে চোখের জল ফেলেছেন।

পরে তথ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা আবদুল লতিফ খসরুর সভাপতিতে প্রতিবাদ সভায় বক্তব্য দেন, এনামুল কবির মেহেদী, মো. সানাউল্লাহ, মাওলানা মো. হাফিজুর রহমান, মো. আবুল কালাম ফকির প্রমুখ।
সভায় বক্তারা রোহিঙ্গাদের ওপর গণহত্যা বন্ধে বিশ্ববাসির প্রতি জোর দাবি জানান। সভায় জানানো হয় আগামী সাতদিন ব্যাপী উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ও শহরের বিভিন্ন সড়কে এ তথ্যচিত্র প্রদর্শন করা হবে।

Leave a Reply

x

Check Also

মঠবাড়িয়ায় জাতীয় মানবাধিকার ইউনিটি সংগঠনের উদ্যোগে রোজদারদের ইফতার বিতরণ

মঠবাড়িয়া প্রতিনিধি : পিরোজপুরের মঠবাড়িয়ায় স্বেচ্ছাসেবি সংগঠন জাতীয় মানবাধিকার ইউনিটির উদ্যোগে মাহে রমজানে সহস্রাধিক মানুষের ...