ব্রেকিং নিউজ
Home - জাতীয় - আজ জেলা আওয়ামীলীগের সম্মেলন , বর্ণিল সাজে পিরোজপুর।

আজ জেলা আওয়ামীলীগের সম্মেলন , বর্ণিল সাজে পিরোজপুর।

আলী রেজা রঞ্জুঃ
আজ শুক্রবার পিরোজপুর জেলা আওয়ামীলীগের সম্মেলন। দীর্ঘ প্রতিক্ষার পর অবশেষে জেলা আওয়ামী লীগের এ ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে। এর আগে ১৯৯২ সালে সর্বশেষ পিরোজপুর জেলা আওয়ামী লীগের সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল।
এদিকে দীর্ঘদিন পরে অনুষ্ঠিতব্য জেলা আওয়ামী লীগের সম্মেলনকে ঘিরে নেতা-কর্মীদের মাঝে নতুন উদ্দিপনা দেখা দিয়েছে। জেলার সর্বত্র নেতা-কর্মীদের মাঝে উৎসবের আমেজ দেখা দিয়েছে।
সম্মেলনকে ঘিরে পিরোজপুরকে নতুন রূপে সাজানো হয়েছে। জেলা শহরের প্রানকেন্দ্র সদর রোড, ক্লাব রোড, পৌরসভা রোড, শহীদ মিনার সড়কসহ বিভিন্ন সড়কে করা হয়েছে অপরূপ আলোকসজ্জা। নির্মান করা হয়েছে অর্ধ শতাধিক তোরণ। পোষ্টার, কেন্দ্রীয় নেতাদের আগমনের শুভেচ্ছা জানিয়ে জেলা নেতাদের ছবিসহ ব্যানর, বিলবোর্ড, ফেষ্টুনে ছেয়ে গেছে পিরোজপুর। সবকিছু মিলিয়ে বর্ণিল সাজে সেজেছে পিরোজপুর।
এদিকে, সম্মেলন উপলক্ষে গত কাল বৃহস্পতিবার সন্ধ্যার পর শহরে আনন্দ মিছিল বের করে আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা।
সম্মেলন অনুষ্ঠান সম্পন্ন করার লক্ষ্যে সকল প্রস্ততি সম্পর্ন্ন করা হয়েছে। সম্মেলনস্থলের কাজ একাধিকবার পরিদর্শন করেছেন পিরোজপুর-১ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ কে এম এ আউয়াল। এ সময় জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি এডভোকেট আব্দুল হাকিম হাওলাদার, জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি লায়লা ইরাদ, আওয়ামী লীগের কেন্দ্রীয় উপ কমিটির সহ-সম্পাদক মোঃ মহিউদ্দিন মহারাজ, পৌর আওয়ামী লীগ সভাপতি এডভোকেট খান মোঃ আলাউদ্দিন, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন নান্না, জেলা যুবলীগ সাধারণ সম্পাদক জিয়াউল আহসান গাজীসহ আওয়ামী, যুবলীগ ও ছাত্রলীগ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।Pic-09-300x160
সম্মেলনের দ্বিতীয় পর্বের কাউন্সিল অধিবেশনের দিকেই দৃষ্টি সকলের। কেননা এ কাউন্সিল অধিবেশনের মাধ্যমেই গঠিত হওয়ার কথা জেলা আওয়ামী লীগের নতুন কমিটি। আর সেলক্ষেই এগোতে চাচ্ছে বর্তমান জেলা কমিটি। এ বিষয়ে সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য ও পৌর আওয়ামীলীগের সভাপতি এ্যাডভোকেট আলাউদ্দিন খান বলেন, সম্মেলন আনুষ্ঠানের সকল প্রস্তুতি শেষ। আমরা জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও পিরোজপুর-১ আসনের এমপি একেএমএ আউয়াল এর নেতৃত্বে নেতাকর্মীদের সফলভাবে এ ত্রি-বার্ষিক সম্মেলন উপহার দিতে পারব বলে আশাবাদী। এসময় তিনি বলেন, আমরা চাই কেন্দ্রীয় নেতাদের উপস্থিতিতে কাউন্সিল অধিবেশনের মাধমে কাউন্সিলরদের মতামতের ভিত্তিতে নতুন কমিটি গঠিত হোক।

Leave a Reply

x

Check Also

মঠবাড়িয়ায় চারবারের সাংসদ ডা. ফরাজিকে বিপুল ভোটে হারিয়ে স্বতন্ত্র প্রার্থী শামীম শাহনেওয়াজ বিজয়ী

বিশেষ প্রতিনিধি : পিরোজপুর-৩ মঠবাড়িয়া একক আসনে কোনও অপ্রীকর ঘটনা ছাড়াই সুষ্ঠু নির্বাচন সম্পন্ন হয়েছে ...