ব্রেকিং নিউজ
Home - জাতীয় - দেশে প্রথমবারের মতো বিপিও সামিটের উদ্বোধন

দেশে প্রথমবারের মতো বিপিও সামিটের উদ্বোধন

বাংলাদেশে প্রথমবারের মতো বিজনেস প্রসেস আউটসোসিং (বিপিও) সামিট আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে। গতকাল বুধবার সকাল ৯টা ৪৫ মিনিটে সামিটের আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধানমন্ত্রীর তথ্য ও প্রযুক্তি (আইসিটি) বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়।

রাজধানীর সোনারগাঁও হোটেলের বলরুমে বিপিও সামিটের উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। গতকাল সকাল ১০টা থেকে শুরু হয় উদ্বোধনী অনুষ্ঠান। ৯-১০ ডিসেম্বর দু’দিনব্যাপি এই সামিটে দেশি-বিদেশি মোট ৮৮টি আইসি প্রতিষ্ঠান অংশ নিয়েছে। দু’দিনব্যাপি অনুষ্ঠানের বিভিন্ন সেমিনারেরও আয়োজন করেছে আইসিটি বিভাগ।

আগামী ২০২১ সালের মধ্যে আইটি খাত থেকে ১ বিলিয়ন ডলার উপার্জনের লক্ষ্যমাত্রা এবং এই খাতে দেশি-বিদেশি বিনিয়োগকারীদের মধ্যে বিস্তারিত ধারণা দিতেই প্রথমবারের মতো বিপিও সামিটের আয়োজন করা হয়েছে। বিপিও সামিট যৌথভাবে আয়োজন করেছে আইসিটি বিভাগ ও বাংলাদেশ কলসেন্টার এন্ড আউটসোর্সিং।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন- ওয়ার্ল্ড ইনফরমেশন এন্ড সার্ভিস অ্যালায়েন্স’র চেয়ারম্যান সান্টিয়াগো গুটিয়ারেজ। বক্তব্য রাখেন- ডাক, টেলিযোগাযোগ এ আইসিটি সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির চেয়ারম্যান ইমরান আহমেদ এমপি, আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, এফবিসিসিআই’র সভাপতি আবদুল মতলুব আহমেদ, বাকের সভাপতি আহমেদুল হক ববি, আইসিটি সচিব শ্যামসুন্দর শিকদার প্রমুখ।

Leave a Reply

x

Check Also

মঠবাড়িয়ায় বিএনপির নির্বাচন বিরোধী প্রচারপত্র বিলি

মঠবাড়িয়া প্রতিনিধি : পিরোজপুরের মঠবাড়িয়ায় আওয়ামীলীগের একতরফা নির্বাচন বন্ধের দাবী ও ভোটারদের ভোট কেন্দ্রে না ...