ব্রেকিং নিউজ
Home - এক্সক্লুসিভ - ২৯ জুলাইয়ের মধ্যে ওয়েজবোর্ড ঘোষণা না হলে ৩০ জুলাই থেকে সাংবাদিকদের এক দফার আন্দোলন

২৯ জুলাইয়ের মধ্যে ওয়েজবোর্ড ঘোষণা না হলে ৩০ জুলাই থেকে সাংবাদিকদের এক দফার আন্দোলন

আজকের মঠবাড়িয়া অনলাইন ডেস্ক >>

আগামী ২৯ জুলাইয়ের মধ্যে নবম ওয়েজবোর্ড ঘোষণা না হলে ৩০ জুলাই থেকে এক দফার আন্দোলন কর্মসূচির পালন করবে ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে)।

পূর্বঘোষিত কর্মসূচির অংশ হিসেবে ৩০ জুলাই সকাল ১১টায় বিএফইউজে ও ডিইউজের নেতৃত্বে সাংবাদিক সমাজ সচিবালয়ের সামনে অবস্থান নেবে।
আজ ডিইউজের নির্বাহী পরিষদের সভায় কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছে বলে সংগঠনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

ডিইউজে সভাপতি শাবান মাহমুদের সভাপতিত্বে সংগঠনের কার্যালয়ে অনুষ্ঠিত সভায় সাধারণ সম্পাদক সোহেল হায়দার চৌধুরী ও সহ-সভাপতি আতিকুর রহমানসহ ডিইউজে ও বিএফইউজে নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

সভায় নবম ওয়েজবোর্ড ঘোষণার দাবিতে ঐক্যবদ্ধভাবে নিয়মিত কর্মসূচি পালনের সিদ্ধান্ত নেয়া হয়। সেই সঙ্গে ডিইউজের প্রয়াত সভাপতি সাধারণ সম্পাদক ও ফোরাম নেতাদের স্মরণসভা পালনের সিদ্ধান্তও নেয়া হয়। সভা থেকে অবিলম্বে আইসিটি আইনের ৫৭ ধারা বাতিলের দাবি জানিয়ে প্রস্তাবিত ডিজিটাল সিকিউরিটি আইনে সাংবাদিক নির্যাতনমূলক কোন আইন বা ধারা না রাখার জন্য সরকারের প্রতি আহবান জানানো হয়।

৩০ জুলাই থেকে শুরু হওয়া কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে বিএফইউজে ও ডিইউজে আগামীকাল রাজধানীর বিভিন্ন সাংবাদিক সংগঠনের সঙ্গে মতিবিনিময় করবে। জাতীয় প্রেস ক্লাবের ডিইউজে কার্যালয়ে অনুষ্ঠেয় এ মতবিনিময় সভায় ঢাকা রিপোর্টার্স ইউনিটি, ঢাকা সাব এডিটরস কাউন্সিল, বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স এসোসিয়েশন, ফটো জার্নালিস্ট এসোসিয়েশন অব বাংলাদেশ, নারী সাংবাদিক কেন্দ্র, বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতি (বাচসাস)সহ বিভিন্ন সংগঠনের নেতারা অংশ নেবেন।

এদিকে সম্প্রতি ইন্টারন্যাশনাল ফেডারেশন অব ফ্রিডম অব এক্সপ্রেশন্স (আইএফইএক্স) কাউন্সিল সদস্য নির্বাচিত হওয়ায় বিএফইউজে’র সভাপতি মনজুরুল আহসান বুলবুলকে ডিইউজে নেতৃবৃন্দ অভিনন্দন জানান।

সূত্র > কালের কণ্ঠ

Leave a Reply

x

Check Also

মঠবাড়িয়ায় জাতীয় মানবাধিকার ইউনিটি সংগঠনের উদ্যোগে রোজদারদের ইফতার বিতরণ

মঠবাড়িয়া প্রতিনিধি : পিরোজপুরের মঠবাড়িয়ায় স্বেচ্ছাসেবি সংগঠন জাতীয় মানবাধিকার ইউনিটির উদ্যোগে মাহে রমজানে সহস্রাধিক মানুষের ...