ব্রেকিং নিউজ
Home - জাতীয় - ভান্ডারিয়ার মজিদা বেগম মহিলা বিশ্ববিদ্যালয় কলেজে নবীন শিক্ষার্থী বরণ

ভান্ডারিয়ার মজিদা বেগম মহিলা বিশ্ববিদ্যালয় কলেজে নবীন শিক্ষার্থী বরণ

ভান্ডারিয়া প্রতিনিধি >>

পিরোজপুরের ভান্ডারিয়া মজিদা বেগম মহিলা বিশ্ববিদ্যালয় কলেজে নবীণ বরণ অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার কলেজের মানিক মিয়া পাবলিক লাইব্রেরী মিলনায়তনে একাদশ শ্রেণীতে ভর্তিকৃত তিনশত নবীণ শিক্ষার্থী’দের বরণ করা হয়।
জ্ঞান অর্জনের জন্য এসো, মানবতার কল্যাণে আত্মনিয়োগ করি এবক্তব্য সামনে রেখে নবীণ এসব শিক্ষার্থীদের ফুলেল শুভেচ্ছায় বরণ করা হয়।

কলেজের অধ্যক্ষ মো. মোশারফ হোসেন মামুনের সভাপতিত্বে এ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপাধ্যক্ষ মো. আবু জাফর, সাবেক নারী ভাইস চেয়ারম্যান সৈয়দা জাহানারা, গভর্নিং বডির সদস্য মাওলানা আলতাফ হোসেন, ইউসুফ আলী আকন, কিরণ চন্দ্র বসু, কলেজের সহকারী অধ্যাপক মো. জাকির হোসন খান,খায়রুন্নাহার রুবী, হাসিনা বেগম, বিশ্বাস সাইদুর রহমান, প্রভাষক আ. হালিম হাওলাদার,ওসমান গনি, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান খান মো. রুস্তুম আলী, শিক্ষার্থী নুসরাত আক্তার, রেশমা আক্তার, রাহিমা আক্তার, দোলন চাপা প্রমূখ।
নবীণ শিক্ষার্থীদের প্রতি আহবান জানিয়ে বক্তারা বলেন, সুশিক্ষায় শিক্ষিত হয়ে নিজেকে মানবতার কল্যাণে আত্মনিয়োগ করতে হবে ।
শেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

উল্লেখ্য দক্ষিণাঞ্চলের নারী শিক্ষার অগ্রগতির জন্য ১৯৮৯ সালে পরিবেশ ও বন মন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু এ কলেজটি প্রতিষ্ঠিত করেন।

Leave a Reply

x

Check Also

মঠবাড়িয়ায় জাতীয় মানবাধিকার ইউনিটি সংগঠনের উদ্যোগে রোজদারদের ইফতার বিতরণ

মঠবাড়িয়া প্রতিনিধি : পিরোজপুরের মঠবাড়িয়ায় স্বেচ্ছাসেবি সংগঠন জাতীয় মানবাধিকার ইউনিটির উদ্যোগে মাহে রমজানে সহস্রাধিক মানুষের ...