ব্রেকিং নিউজ
Home - জাতীয় - মেয়র প্রার্থীদের বেশিরভাগ ব্যবসায়ী

মেয়র প্রার্থীদের বেশিরভাগ ব্যবসায়ী

পৌর ভোটে মেয়র পদে দল মনোনীত প্রার্থীদের সিংহভাগের পেশা ব্যবসা। আর শিক্ষাগত যোগ্যতা রয়েছে স্বশিক্ষিত থেকে পিএইচডি ডিগ্রিধারী পর্যন্ত।

ভোটের দৌড়ে থাকা আওয়ামী লীগ মনোনীত প্রার্থীরা ‘মামলামুক্ত’ হলেও বিএনপির অধিকাংশই নানা মামলার আসামি।

প্রার্থীদের হলফনামা পর্যালোচনায় এসব তথ্য মিলেছে।

২৩৫ পৌরসভায় ৩০ ডিসেম্বর ভোট হবে। মনোনয়নপত্র জমা দেওয়ার সময় মেয়র, সাধারণ ও সংরক্ষিত কাউন্সিলর প্রার্থীরা হলফনামা জমা দিয়েছেন।

ইসির উপসচিব সামসুল আলম জানান, সব প্রার্থীর ব্যক্তিগত তথ্য বিবরণীয় পর্যায়ক্রমে প্রকাশ করা হচ্ছে ইসির ওয়েবসাইটে। ১৩ ডিসেম্বরের পর প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের হলফনামার প্রয়োজনীয় তথ্য নির্বাচনী এলাকায় প্রচারের ব্যবস্থাও হবে।

এবারই প্রথমবারের মতো মেয়র পদে দলীয়ভাবে ভোট হচ্ছে। ভোটে ২০টি দল অংশ নিলেও অধিকাংশ পৌরসভায় আওয়ামী লীগ ও বিএনপি প্রার্থী রয়েছে।

ইসি কর্মকর্তারা জানান, প্রার্থীর তথ্য ব্যবস্থাপনা পদ্ধতির সফটওয়ারে হলফনামার তথ্যে দেখা গেছে- অধিকাংশের পেশা ব্যবসা।

কুড়িগ্রাম: নাগেশ্বরী পৌরসভায় আওয়ামী লীগের মোহাম্মদ হোসেন ফাকু বিএস পাস, ১৫ লাখ টাকা সোনালী ব্যাংকে ঋণ, মামলা নেই। এছাড়া অন্যান্য প্রার্থীদের মধ্যে আদম আলীর শিক্ষাগত যোগ্যতা বিএ ডিগ্রিধারী। আবদুর রহমান মিঞা এসএসসি, আবদুল আজিজ এমএ, আবদুল ওয়াহাব বিএ।

চট্টগ্রাম: খাগড়াছড়ি পৌরসভায় বিএনপির আবদুল মালেক এলএমএম, দুটি মামলা বিচারাধীন। আওয়ামী লীগের শানে আলম এসএসসি, পরিবহন ব্যবসায়ী ও ২০ লাখ টাকা ঋণ।

মাটিরাঙ্গা পৌরসভায় আওয়ামী লীগের শামছুল হক এইচএসসি, ৯ মামলায় খালাস পেয়ে বর্তমানে কোনো মামলা নেই।

বিএনপির বাদশা মিয়া স্বাক্ষর জ্ঞানসম্পন্ন, অভিযুক্ত ১৫টি মামলায় খালাস, দুটি মামলা বিচারাধীন।

খুলনা: চালনা পৌরসভায় আওয়ামী লীগের সনত কুমার বিশ্বাস বিএসসি, একটি মামলা চলমান, তেল-হলুদ ব্যবসায়ী, চার লাখ টাকা ঋণ।

বিএনপির শেখ আবদুল মান্নান, বিকএম, ব্যবসা।

এ পৌরসভার আরেক প্রার্থী অচিন্ত্য কুমার মন্ডল পিএইচডি ডিগ্রিধারী, বেসরকারি কলেজে শিক্ষকতা করছেন।

পাইকগাছা পৌরসভায় আওয়ামী লীগের সেলিম জাহাঙ্গীর এইচএসসি, মৎস্য খামারি ও ২৫ লাখ টাকা ঋণ। জিএম আবদুস সাত্তার এমএ; আবদুল মজিদ গাজী এলএলবি, তার বিরুদ্ধে ছয়টি মামলা চলমান।

রংপুর: গাইবান্ধার সুন্দরগঞ্জে আওয়ামী লীগের আবদুল্লাহ আল মামুন বিএ পাস, ব্যবসায়ী। বিএনপির মশিউর রহমান সরকার এমএসসি, পরিবহন ব্যবসা, মামলা নেই।

চট্টগ্রাম: চন্দনাইশ পৌরসভায় আওয়ামী লীগ মাহবুব আলমের বিএ, সাড়ে ৯ লাখ টাকা ঋণ। আলহাজ্ব জসিম উদ্দিন আহমদ স্বশিক্ষিত, আবদুল হাকিম কামিল/এমএ, মো. আইয়ুব এইচএসসি ও মৎস্য খামারি।

পটিয়ায় আওয়ামী লীগের হাজি মো. হারুনুর রশিদ এমকম, কোনো মামলা নেই; ব্যবসায়ী। বিএনপি তৌহিদুল আলম শিক্ষাগত যোগ্যতা ‘প্রযোজ্য নহে’ উল্লেখ করেছেন; মামলা নেই, ব্যবসায়ী।

বাঁশখালীর আওয়ামী লীগ প্রার্থী সেলিমুল হক চৌধুরী এইচএসসি, মামলা নেই, অবসরপ্রাপ্ত বেসরকারি চাকুরে।

বিএনপির কামরুল ইসলাম হোসাইনী বিএ পাস, পাঁচটি মামলা নিষ্পত্তি, ব্যবসায়ী পেশা; দুই লাখ টাকা ঋণ।

রাঙ্গুনিয়ায় আওয়ামী লীগের সাজাহান সিদকার, বিএ; বর্তমানে কোনো মামলা নেই, আগে তিন মামলা থেকে খালাস, ব্যবসায়ী।

বিএনপির হেলাল উদ্দিন শাহ এসএসসি, বর্তমানে একটি মামলা বিচারাধীন।

সন্দ্বীপে আওয়ামী লীগের জাফর উল্যা এইচএসসি, পেশা ‘গৃহস্থ’; বিএনপির আজমত আলী বাহাদুর বিএসএস, বর্তমানে তিনটি মামলা বিচারাধীন।

সাতকানিয়ায় আওয়ামী লীগের মোহাম্মদ জোবায়ের এমএ, পেশা ব্যবসা, বিএনপির রফিকুল আলম স্বশিক্ষিত, ব্যবসায়ী, ৭০ লাখ টাকা ঋণ।

কুমিল্লা: চৌদ্দগ্রাম পৌরসভায় গোলাম মুহাম্মদ রাব্বানী- এমএসএস, চারটিতে গ্রেপ্তারি পারোয়ানা; বাতিল হয়েছে মনোনয়নপত্রও।

আওয়ামী লীগের মিজানুর রহমান, স্নাতক পাস, ব্যবসা, দ্রুত বিচার আদালতে দুটি মামলায় খালাস।

মোহাম্মদ ইমাম হোসেন পাটোয়ারি, এসএসসি, ব্যবসা, দুটি মিনিবাসের মালিক, স্থাবর কোনো সম্পত্তি নেই।

বরুড়ায় আবুল কালাম আজাদ-এসএসসি, কোনো মামলা নেই। আওয়ামী লীগের বাহাদুরুজ্জামান ও কবির হোসেন, জসিম উদ্দিনের হলফনামায়ও এই প্রার্থীর হলফনামা যুক্ত রয়েছে।

অজিত কুমার দত্ত দশম, এম এ ওয়াদুদ মিয়াজি এমএ, আরিফ হোসেন ভুঁইয়া বিএসএস ও নজরুল ইসলাম ষষ্ঠ শ্রেণি পাস। তাদের কোনো মামলা নেই।

লাকসাম পৌরসভায় আওয়ামী লীগের অধ্যাপক আবুল খায়ের, বেসরকারি কলেজে শিক্ষকতা, এমএ। কোনো মামলা নেই। ৬৭ লাখ ৫৪ হাজার টাকা ব্যংক ঋণ।

গোলাম ফারুক স্বশিক্ষিত, কাপড় ব্যবসায়ী, নূর মোহাম্মদ স্বশিক্ষত, মোটরগাড়ি রিপেয়ারিং ব্যবসা থাকলেও ২০ লাখ টাকা ঋণ রয়েছে। নারী প্রার্থী শাহনাজ আক্তার বিএসএস, গৃহিনী।

এবার পৌর মেয়র পদে ১২ শতাধিক প্রার্থী মনোনয়ন জমা দিয়েছেন। এরমধ্যে সাত শতাধিক দলীয় ও পাঁচ শতাধিক স্বতন্ত্র প্রার্থী রয়েছেন। বাছাইয়ে দেড় শতাধিক মেয়র প্রার্থীর মনোনয়নপত্র বাতিল হয়েছে, যাদের অধিকাংশই স্বতন্ত্র।

Leave a Reply

x

Check Also

মঠবাড়িয়ায় চারবারের সাংসদ ডা. ফরাজিকে বিপুল ভোটে হারিয়ে স্বতন্ত্র প্রার্থী শামীম শাহনেওয়াজ বিজয়ী

বিশেষ প্রতিনিধি : পিরোজপুর-৩ মঠবাড়িয়া একক আসনে কোনও অপ্রীকর ঘটনা ছাড়াই সুষ্ঠু নির্বাচন সম্পন্ন হয়েছে ...