ব্রেকিং নিউজ
Home - এক্সক্লুসিভ - মঠবাড়িয়ায় বেইলী সেতুতে আঘাত লেগে বাসযাত্রী গৃহবধূ নিহত

মঠবাড়িয়ায় বেইলী সেতুতে আঘাত লেগে বাসযাত্রী গৃহবধূ নিহত

মঠবাড়িয়া প্রতিনিধি >>

পিরোজপুরের মঠবাড়িয়া চলন্ত বাস সাথে বেইলি সেতুতে ধাক্কা লেগে কুলসুম বেগম (২৬) নামে এক গৃহবধু মর্মান্তিক ভাবে নিহত হয়েছেন। আজ রবিবার সকাল সাড়ে নয়টার দিকে মঠবাড়িয়া পাথরঘাটা সড়কের টিকিকাটা দফাদার বাড়ি সংলগ্ন বেইলী সেতুর উপর এ দুর্ঘটনা ঘটে। নিহত ওই গৃহবধু উপজেলার সাপলেজা ইউনিয়নের কচুবাড়িয়া গ্রামের মালয়েশিয়া প্রবাসী মো. সেলিম গাজির স্ত্রী। সে দুই সন্তানের জননী।

পুলিশ ঘটনাস্থল থেকে নিহত গৃহবধূর লাশ উদ্ধার করেছে।এসয় দুর্ঘটনা সংশ্লিষ্ট পরিবহন বাস ও একটি ট্রলি আটক করেছে পুলিশ ।

থানা ও স্থানীয় সূত্রে জানাগেছে,গৃহবধু কুলসুম বেগম সাত বছরের শিশু সন্তান সাব্বিরকে সাথে নিয়ে আজ রবিবার সকালে মঠবাড়িয়ার বান্ধবপাড়া গ্রামের বাবা পনু খানের বাড়ি থেকে মালয়েশিয়া প্রবাসী স্বামীর পাঠানো টাকা উত্তরা ব্যাংক হতে উত্তলনের জন্য মঠবাড়িয়া সদরে আসছিলেন।
ওই গৃহবধু তার সাত বছরের শিশু সন্তানকে বাসের জানালার কাছে বসা ছিলেন। পরিবহন বাসটি(এইচ এম ক্লাসিক,বরগুনা-৩৮৭৭) সকাল সাড়ে নয়টার দিকে মঠবাড়িয়া শহরের দুই কিলোমিটার দুরে বেইলি সেতুতে ওঠার সময় একটি মালবাহী ট্রলি সেতুর বিপরীত দিক থেকে আসছিল। এসময় সেতুর ওপর বাসটি চলন্ত ট্রলিকে সাইড দিতে গিয়ে সেতুর রেলিংয়ে বাসটির ধাক্কা লাগে । এসময় জানালার পাশে বসে থাকা গৃহবধূ কুলসুমের মাথায় সেতুর রেলিংয়ে আঘাত লাগে। এসময় সন্তানসহ ওই গৃহবধূ বাসের ভেতর লুটিয়ে পড়ে ঘটনাস্থলেই নিহত হন। তবে তার শিশু সন্তানটি ভাগ্যক্রমে বেঁচে যায়।

পরে বিক্ষুব্ধ জনতা বাস ও ট্রলিটিকে আটক করে। এসময় বাস চালক ও ট্রলি চালক পালিয়ে যায। পুলিশ খবর পেয়ে ঘটনাস্থল থেকে নিহত গৃহবধুর লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। খবর পেয়ে গৃহবধুর স্বজনরা থানায় ছুটে আসলে পুলিশ নিহত গৃহবধুর লাশ ও শিশুটিকে পরিবারের কাছে হস্তান্তর করে ।

এ ব্যাপারে মঠবাড়িয়া থানার অফিসার ইনচার্জ কে এম তারিকুল ইসলাম বলেন, বাস চালক তাড়াহুড়ো করে সেতু পার হওয়ার কারনে সেতুর রেলিংয়ের সাথে ধাক্কা লাগে। এসময় গৃহবধূ দুর্ঘটনার শিকার হন।
এ ঘটনায় নিহত গৃহবধূর বাবা মো. পনু খান বাদি হয়ে সড়ক আইনে মঠবাড়িয়া থানায় একটি মামলা দায়ের করেছেন।

Leave a Reply

x

Check Also

লাইটার জাহাজের ধাক্কায় চরখালী ফেরিঘাটের গ্যাংওয়ে বিধ্বস্ত 🔴 যানবাহন চলাচল বন্ধ

বিশেষ প্রতিনিধি : পিরোজপুরের ভাণ্ডারিয়ার কঁচা নদীর চরখালী-টগরা ফেরিঘাটের চরখালী ঘাটে একটি জাহাজের ধাক্কায় ফেরির ...