ব্রেকিং নিউজ
Home - জাতীয় - পিরোজপুরে শিল্পকলা একাডেমির উদ্যোগে উচ্চাঙ্গ সংগীত প্রশিক্ষণ শুরু

পিরোজপুরে শিল্পকলা একাডেমির উদ্যোগে উচ্চাঙ্গ সংগীত প্রশিক্ষণ শুরু

পিরোজপুর প্রতিনিধি >>
পিরোজপুরে বাংলাদেশ শিল্পকলা একাডেমির উদ্যোগে ৭দিন ব্যাপী উচ্চাঙ্গ সংগীত প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়েছে। আজ বুধবার সকালে জেলা শিল্পকলা একাডেমীর আয়োজনে শিল্পকলা একাডেমী মিলনায়তনে ৭ দিন ব্যাপী উচ্চাঙ্গ সংগীত বিষয়ক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে জেলা শিল্পকলা একাডেমীর কালচারাল অফিসার জান্নাতুল ফেরদৌর এর সভাপতিত্বে অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক জিয়াউল আহসান গাজী, পিরোজপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি মাহামুদ হোসেন, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা মোজাম্মেল হোসেন, কেন্দ্রিয় শিল্পকলা একাডেমীর উচ্চাঙ্গ সংগীতের প্রশিক্ষক তাপস দাস, কেন্দ্রিয় শিল্পকলা একাডেমীর তবলা প্রশিক্ষক চঞ্চল মন্ডল ।
উদ্বোধনী অনুষ্ঠানে পিরোজপুর জেলা শিল্পকলা একাডেমীর সাধারণ সম্পাদক জিয়াউল আহসান গাজী বলেছেন ১৯৭১ সালে গানের মাধ্যমে, আবৃতির মাধ্যমে, কবিতার মাধ্যমে, উচ্চাঙ্গ সংঙ্গীতের মাধ্যমে এ দেশের স্বাধীনতার অগ্রযাত্রাকে শিল্পীরা এগিয়ে নিয়েছিলো। সেই সংগঠনের কথা চিন্তাকরেই ১৯৭৪ সালে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশ শিল্পকলা একাডেমী প্রতিষ্ঠা করেছিলেন। সেই শিল্পকলার একটি অংশ জেলা শিল্পকলা একাডেমী। এসময় উপস্থিত ছিলেন জেলা শিল্পকলা একাডেমীর ম্যানেজিং কমিটির সদস্য ইমরান হোসেন টারজান, মাহাফুজ আহম্মেদ। ৭ দিন ব্যাপী উচ্চাঙ্গ সংগীত বিষয়ক প্রশিক্ষণ কর্মশালায় জেলা শিল্পকলা একাডেমীর প্রশিক্ষক ও প্রশিক্ষণার্থী ছাড়াও জেলার বিভিন্ন সাংস্কৃতিক প্রতিষ্ঠানের উচ্চাঙ্গ সংগীত শিল্পিরাসহ প্রায় ৬৫ জন শিল্পিরা অংশ গ্রহন করে।

Leave a Reply

x

Check Also

মঠবাড়িয়ায় জাতীয় মানবাধিকার ইউনিটি সংগঠনের উদ্যোগে রোজদারদের ইফতার বিতরণ

মঠবাড়িয়া প্রতিনিধি : পিরোজপুরের মঠবাড়িয়ায় স্বেচ্ছাসেবি সংগঠন জাতীয় মানবাধিকার ইউনিটির উদ্যোগে মাহে রমজানে সহস্রাধিক মানুষের ...