ব্রেকিং নিউজ
Home - এক্সক্লুসিভ - মঠবাড়িয়ার ধানীসাফা বাজারে অগ্নিকান্ডে ১৩ ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে ছাই

মঠবাড়িয়ার ধানীসাফা বাজারে অগ্নিকান্ডে ১৩ ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে ছাই

মঠবাড়িয়া প্রতিনিধি >>

পিরোজপুরের মঠবাড়িয়ার সবচেয়ে বড় ব্যবসা বন্দর সাফা ইউনিয়ন বাজারে সোমবার দিবাগত গভীর রাতে অগ্নিকান্ডে ১৩ ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে ছাই হয়েছে।

স্থানীয়দের সূত্রে জহানাগেছে, সাফা বাজারের (হাই স্কুল সংলগ্ন) আনোয়ার হোসেন বাদশা স্যারের বাসার সামনের মার্কেটে সোমবার দিবাগত রাত সাড়ে তিনটার দিকে দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যে অগ্নিকান্ডের সূত্রপাত ঘটে।আগুনে ১৩ টি ব্যবসা প্রতিষ্ঠান মালামালসহ পুড়ে ভষ্মিভূত হয়। পুড়ে যাওয়া প্রতিষ্ঠানের মধ্যে জ্বালানী তেল,ষ্টেশনারী,জুতা,কম্পিউটার ও মুদি মনোহরী দোকান রয়েছে।

স্থানীয় শিক্ষক মোস্তফা কামাল জানান, ধারনা করা হচ্ছে জ্বালানী তেলের দোক হতে এ আগুন পাশ্ববর্তী দোকানপাটে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে মঠবাড়িয়া ফায়ার সার্ভিসের অগ্নি নির্বাপক দল ও স্থানীযরা মিলে একঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

Leave a Reply

x

Check Also

মঠবাড়িয়ায় জাতীয় মানবাধিকার ইউনিটি সংগঠনের উদ্যোগে রোজদারদের ইফতার বিতরণ

মঠবাড়িয়া প্রতিনিধি : পিরোজপুরের মঠবাড়িয়ায় স্বেচ্ছাসেবি সংগঠন জাতীয় মানবাধিকার ইউনিটির উদ্যোগে মাহে রমজানে সহস্রাধিক মানুষের ...