ব্রেকিং নিউজ
Home - এক্সক্লুসিভ - কাউখালীতে বাল্য বিয়েকে শিক্ষার্থীদের লাল কার্ড প্রদর্শন

কাউখালীতে বাল্য বিয়েকে শিক্ষার্থীদের লাল কার্ড প্রদর্শন

কাউখালী প্রতিনিধি >

পিরোজপুরের কাউখালীতে বাল্য বিয়েকে না বলি, আপনার সচেতনতাই পারে বাল্য বিবাহকে প্রতিরোধ করতে এ বক্তব্য সামনে রেখে শিক্ষার্থীরা সম্মিলিতভাবে লাল কার্ড প্রদর্শন করে বাল্য বিয়ে প্রতিরোধে শপথ নিয়েছে।

আজ রবিবার উপজেলার সরকারি কেজি উচ্চ বিদ্যালয় মাঠে এ লাল কার্ড প্রদর্শন ও শপথ অনুষ্ঠিত হয়। কাউখালী উপজেলার কেউন্দিয়া মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী তাহমিনা আক্তার শিক্ষার্থীদের হাতে লাল কার্ড তুলে দিয়ে বাল্য বিয়ে প্রতিরোধে শপথ পড়ান।

এসময় উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুল সালাম, উপজেলা সরকারি কে জি ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক বাবর তালুকদার, শিক্ষা উদ্যোক্তা আবদুল লতিফ খসরু, জোলাগাতী মুসলিম আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক কামরুজ্জামান হোগলা বেতকা মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক সঞ্জয় কুমারসহ শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

Leave a Reply

x

Check Also

মঠবাড়িয়ায় জাতীয় মানবাধিকার ইউনিটি সংগঠনের উদ্যোগে রোজদারদের ইফতার বিতরণ

মঠবাড়িয়া প্রতিনিধি : পিরোজপুরের মঠবাড়িয়ায় স্বেচ্ছাসেবি সংগঠন জাতীয় মানবাধিকার ইউনিটির উদ্যোগে মাহে রমজানে সহস্রাধিক মানুষের ...