ব্রেকিং নিউজ
Home - জাতীয় - পিরোজপুরে জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত

পিরোজপুরে জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত

পিরোজপুর প্রতিনিধি >>
“বিরোধ হলে শুধু মামলা নয়, লিগ্যাল এইড অফিসে আপোষও হয়” শ্লোগানকে সামনে রেখে পিরোজপুরে জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে শুক্রবার সকালে জেলা লিগ্যাল এইড কমিটির আয়োজনে শহরের বঙ্গবন্ধু চত্ত্বরে জাতির পিতা বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পমাল্য অপর্ণ করা হয়। বঙ্গবন্ধু চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‌্যালী শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন শেষে জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে এক আলোচনা সভায় মিলিত হয়।
সভায় পিরোজপুর জেলা চীফ জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট মো: কামরুল হাসানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা ও দায়রা জজ এবং জেলা লিগ্যাল এইড কমিটির চেয়ারম্যান মো: গোলাম কিবরিয়া।

সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, অতিরিক্ত জেলা ও দায়রা জজ এস এম জিল্লুর রহমান, যুগ্ম জেলা জজ এনামুল হক বসুনিয়া,অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট মো: মোস্তাফিজুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার আবুল কালাম আজাদ, জেলা আইনজীবী সমিতির সভাপতি খান মো: আলাউদ্দিন, এডভোকেট এম এ মান্নান, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুল হাকিম হাওলাদার, অ্যাডভোকেট শহীদুল হক খান, জেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক জিয়াউল আহসান গাজী. কাউখালী উপজেলা চেয়ারম্যান এস এম আহসান প্রমুখ। আনুষ্ঠান উপাস্থাপনা করেন সহকারী জেলা জজ সালমা আক্তার।

পরে দিবসটি উপলক্ষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিশেন করে জেলা শিল্পকলা একাডেমি ও কাউখালী খেলাঘরের শিল্পীরা। দিবসটি পালন উপলক্ষে জেলা মহিলা অধিদপ্তরের কর্মকর্তা সালমা জাহানের আয়োজনে পিরোজপুরে সরকারী দীঘিতে এই প্রথম অনুষ্ঠিত হয় মহিলাদের নৌকা বাইচ প্রতিযোগিতা। প্রতিযোগিতায় মহিলা মেম্বর সালমা রহমান হেপির দল বিজয়ী হয়্ পরে জেলা ও দায়রা জজ এবং জেলা লিগ্যাল এইড কমিটির চেয়ারম্যান মো: গোলাম কিবরিয়া বিজয়ী দলকে পুরস্কৃত করেন।

Leave a Reply

x

Check Also

মঠবাড়িয়ায় জাতীয় মানবাধিকার ইউনিটি সংগঠনের উদ্যোগে রোজদারদের ইফতার বিতরণ

মঠবাড়িয়া প্রতিনিধি : পিরোজপুরের মঠবাড়িয়ায় স্বেচ্ছাসেবি সংগঠন জাতীয় মানবাধিকার ইউনিটির উদ্যোগে মাহে রমজানে সহস্রাধিক মানুষের ...