ব্রেকিং নিউজ
Home - অপরাধ - মঠবাড়িয়ায় র‌্যাবের হাতে আটক ভুয়া ডাক্তারের কারাদন্ড : ফার্মেসী ও সিডি ব্যবসায়ির জরিমানা

মঠবাড়িয়ায় র‌্যাবের হাতে আটক ভুয়া ডাক্তারের কারাদন্ড : ফার্মেসী ও সিডি ব্যবসায়ির জরিমানা

পিরোজপুর/ মঠবাড়িয়া প্রতিনিধি >>
পিরোজপুরের মঠবাড়িয়ায় গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৮ এর একটি দল অভিযান চালিয়ে এসকে আবুল খায়ের চৌধুরী (৫৫) নামের এক ভুয়া ডাক্তারকে আটক করেছে। আজ বুধবার দুপুরে মঠবাড়িয়া পৌর শহরের দক্ষিণ বন্দর মাতুব্বর ডায়াগনস্টিক সেন্টার থেকে তাকে আটক করা হয়। পরে পিরোজপুর জেলা নির্বাহী ম্যাজিষ্ট্রেট সঞ্জীব কুমার দাস ভ্রাম্যমান আদালত বসিয়ে আটককৃত ভুয়া ডাক্তারকে এক বছরের বিনাশ্রম করাদন্ড ও ৫০হাজার টাকা জরিমানা প্রদান করেছেন। আটককৃত আবুল খায়ের চৌধূরী মাগুরা জেলার শ্রীকোল গ্রামের আবদুস সত্তার চৌধুরীর ছেলে। বর্তমানে তিনি মঠবাড়িয়া পৌর শহরের টিএন্ডটি রোড এলাকায় বাসা ভাড়া করে বসবাস করতেন।
বরিশাল র‌্যাব-৮ এর ডিএডি আমজাদ হাসান জানান, ডাক্তারী সনদ না থাকায় ভুয়া ডাক্তার এসকে আবুল খায়ের চৌধূরীকে মঠবাড়িয়া পৌর শহরের দক্ষিণ বন্দর মাতুব্বর ডায়াগনস্টিক সেন্টার থেকে আটক করা হয়। তিনি আরও জানান, ভোক্তা অধিকার আইনে মাতুব্বর ডায়াগনস্টিক সেন্টারকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। এ ছাড়াও মেয়াদ উত্তীর্ণ ঔষধ রাখার দায়ে শহরের দক্ষিণ বন্দরের ফার্মেসী মালিক রিয়াজুল হককে ৩০ ও কে.এম লতিফ সুপার মার্কেটের ঔষধ ব্যবসায়ি মো. আলমগীর হোসেনকে ৫০ হাজার টাকা জরিমানা করে ভ্রাম্যমান আদালত। এছাড়া শহরের তিনটি সিডির দোকানে আরও ১৫ হাজার টাকা জরিমানা করা হয়।
এর আগে নির্বাহী ম্যাজিষ্ট্রেট পৌর শহরের কেএম লতিফ সুপার মার্কেট থেকে আলমগীর নামের এক চিকিৎসককে ৫০হাজার টাকা জরিমানা, দক্ষিণ বন্দরের রিয়াজুল হকের ফার্মেসীকে ৩০ হাজার টাকা জরিমানা এবং কম্পিউটারে অশ্লীল ছবি রাখার দায়ে সাবরেজিষ্ট্রি রোডের সিডি পট্টি থেকে তিন সিডি ব্যবসায়ীকে ৫ হাজার টাকা করে জরিমানা করেন

Leave a Reply

x

Check Also

মঠবাড়িয়ায় জাতীয় মানবাধিকার ইউনিটি সংগঠনের উদ্যোগে রোজদারদের ইফতার বিতরণ

মঠবাড়িয়া প্রতিনিধি : পিরোজপুরের মঠবাড়িয়ায় স্বেচ্ছাসেবি সংগঠন জাতীয় মানবাধিকার ইউনিটির উদ্যোগে মাহে রমজানে সহস্রাধিক মানুষের ...