ব্রেকিং নিউজ
Home - অপরাধ - বরগুনায় কোচিং সেন্টারের অভিযুক্ত সেই শিক্ষক জহিরুল ইসলাম বাদল কারাগারে

বরগুনায় কোচিং সেন্টারের অভিযুক্ত সেই শিক্ষক জহিরুল ইসলাম বাদল কারাগারে

বরগুনায় কোচিং সেন্টারে এক শিশু শিক্ষার্থীকে পিটিয়ে আহত করার অভিযোগে আটক কোচিং সেন্টারের পরিচালক শিক্ষক জহিরুল ইসলাম বাদলকে কারাগারে পাঠানো হয়েছে।

শনিবার (৫ ডিসেম্বর) দুপুরে বরগুনার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক নোমান মইনবুদ্দিন তাকে কারাগারে পাঠানো নির্দেশ দেন।

এরআগে দুপুর সাড়ে ১২টার দিকে বাদলকে ৫৪ ধারায় গ্রেফতার দেখিয়ে বরগুনা সদর থানা থেকে আদালতে আনা হয়।

আহত শিক্ষার্থী মালিহার বাবা জামাল সিকদার বলেন, মালিহার অবস্থার কিছুটা অবনতি হয়েছে। বিকেলে তাকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হবে।

এ ঘটনায় বিকেলে সদর থানায় তিনি মামলা করবেন বলে জানান।

Leave a Reply

x

Check Also

মঠবাড়িয়ায় মুক্তিযোদ্ধার সন্তানকে সাজানো অস্ত্র মামলায় আসামী করে হয়রাণির অভিযোগ পুলিশের বিরুদ্ধে

মঠবাড়িয়া প্রতিনিধি : পিরোজপুরের মঠবাড়িয়ায় গত সংসদ নির্বাচন চলাকালীন সময়ে থানা পুলিশের দায়ের করা একটি ...