ব্রেকিং নিউজ
Home - খোলা কলাম - নববর্ষে আমরা সবাই সবার পাশে

নববর্ষে আমরা সবাই সবার পাশে

দেখতে দেখতে আর একটি বছর হারিয়ে গেল আমাদের মাজ থেকে। পাওয়া না পাওয়া আশা ভালবাসা আর প্রাপ্তিযোগ এর অতলে হারিয়ে যাবে ১৪২৩ মুলত ইংরেজি নববর্ষ সারা বিশ্বব্যাপী আলোড়ন এ নববর্ষ পালিত হয়। মুসলিম বিশ্বে আরবি অর্থাৎ হিজরি সাল বেশি গ্রহনযোগ্যতার সাথে পালিত হয়ে থাকে। বাংলা নববর্ষ বাঙ্গালী জাতির মাজে অপার এক সংস্কৃতি, ইতিহাস হয়ে অম্লান হয়ে আছে বাঙ্গালী জাতির মাঝে।একটি বছরের সকল ভাল কাজ মন্দ কাজ হারিয়ে যাবে নতুন বছর এর আগমনে এ এক চিরায়ত। পিছনের বছরের সকল ভুল ত্রুটি ভুলে নতুন দিনের শপথ হোক আগামির পথে বাঙ্গালি জাতি নিজ আত্নমর্যাদায় নিজ কর্মে বিশ্বসমাজে এগিয়ে যাবে তালমিলিয়ে এই প্রত্যয়ে শুভ নববর্ষ ১৪২৪ । শুভ দিনের শুরুতে এগিয়ে যাক আগামির দিন।

মানুষ হিসাবে আমাদের অনেক চাওয়া থাকে ইচ্ছা থাকে, সব পূরন হয়না তবুও নতুন বছরের প্রথম প্রহরে এই হোক আত্মার প্রার্থনা ভাল কর্মের মাঝে জাতির কল্যান সাধিত হোক। নতুন সকালের একটি ভাল কর্ম দিয়ে শুরু হোক নতুন বছর। আনন্দের মাঝে আমাদের জীবন প্রাণবন্ত হবে এটা খুব স্বাভাবিক । কিন্ত অবাক লাগে পান্তা ইলিশ নামে দুমদাম এ পহেলা বৈশাখ পালিত হচ্ছে । কিন্ত আমাদের পাশেই অনেক মানুষ আছে দুমুঠো ভাত, ভাল একটা কাপড় পায়না । কত অসহায় শিশু মানবেতর জীবন যাপন করছে। কত অসহায় বয়স্ক মানুষ ভিক্ষা করে জীবন যাপন করছে। একটি নতুন দিন নতুন বছরের শুরুতে আনন্দের মাঝে কাটবে এটার পাশাপাশি সমাজের যার যার যায়গা থেকে সাধ্যমত অসহায় মানুষের পাশে একবেলা হলেও মুখে অন্ন তুলে দিতে কি পারিনা আমরা? পারিনা কি একদিন এর জন্য হলেও পথশিশুদের পাশে দাড়াতে? বৃদ্ধাশ্রমে তাদের দুঃখ গুলোর একটা ভাগ একদিন কি পারিনা নিজেদের মধ্যে ভাগাভাগি করে নিতে?

এমনকি সমাজের সকল মানবেতর দিক গুলার পাশে আমাদের সাধ্যমত ওদের জন্য কি কিছু করতে পারিনা? কতই না আয়োজন আর টাকা ব্যয় হয় নতুন বছর পালনে এক একটা অংশ যদি প্রত্যেকে প্রত্যেকের যায়গাথেকে এগিয়ে যাই সমাজের এই সকল মানবিক দিকগুলার পাশে গিয়ে দাড়াই মনে হয়না খুব বেশি ক্ষতিহবে আমাদের বরং আমাদেরই দায়িত্ব প্রতিবেশীর হক আদায় করা। অসহায় মানুষের পাশে দাড়ানো ওদের একটু স্বচ্ছলতা ফিরিয়ে আনা। পান্তা-ইলিশ এর নামে হাক-ডাক যত তার শতভাগের একভাগ ও যদি অসহায় মানবিক মানবেতর জীবন যাপনকারী দের জন্য যদি কিছু করতে পারে মানুষ তাহলে সত্যিকারেই মানুষের তার মানুষ নামের সার্থকতা হবে।

পান্তা-ইলিশ না খেলে কি বাঙ্গালীয়ানা বদলে যাবে বাঙ্গালীদের মাঝ থেকে কিংবা আমাদের বাঙ্গালী জাতিকে কি বাঙ্গালী বলবে না আর কেউ। এই অপসংস্কৃতি থেকে দূরে সরে এসে মানুষ মানুষের জন্য জীবন জীবনের জন্য এই প্রত্যয়ে সকলে সকলের জাতি ধর্মের উপরে মানবিক দিককে গুরুত্ব দিয়ে মানুষের পাশে দাড়াই ।

হয়ত বা বিত্তবান দের পাশাপাশি একটা দিন হলেও বাকিদিন গুলা থেকে আলাদাভাবে সকলের সাথে ভাল কাটুক অসহায় মানুষের। প্রতিটা দিনে যে অর্থ অপচয় হয় বিত্তবান দের তার একটা অংশ অসহায় মানুষের জীবিকায় রূপান্তরিত হোক এই শুভ কামনায় শুভ নববর্ষ । আগামি নতুন বছরের প্রতিটা দিন ভাল কাটুক সবার নতুন দিনটির মত সারা বছর ভাল ভাবে যাক। সকলের মাঝে সাম্য আর ভ্রাতৃত্বের সেতুবন্ধন রচিত হোক এই প্রত্যাশা রইল। আমিন

>. আজিজুল হক তানভীর, ব্যবস্থাপনা সম্পাদক, আজকের মঠবাড়িয়া।

Leave a Reply

x

Check Also

মঠবাড়িয়ায় জাতীয় মানবাধিকার ইউনিটি সংগঠনের উদ্যোগে রোজদারদের ইফতার বিতরণ

মঠবাড়িয়া প্রতিনিধি : পিরোজপুরের মঠবাড়িয়ায় স্বেচ্ছাসেবি সংগঠন জাতীয় মানবাধিকার ইউনিটির উদ্যোগে মাহে রমজানে সহস্রাধিক মানুষের ...