ব্রেকিং নিউজ
Home - জাতীয় - পৌরসভা কর্মকর্তা-কর্মচারীর রাজস্বখাতে অন্তর্ভূক্তির দাবিতে পিরোজপুরে মানববন্ধন

পৌরসভা কর্মকর্তা-কর্মচারীর রাজস্বখাতে অন্তর্ভূক্তির দাবিতে পিরোজপুরে মানববন্ধন

পিরোজপুর প্রতিনিধি >>
বেতন ভাতাসহ সকল সুবিধা রাজস্ব তহবিলে অন্তভূক্ত করার জন্য জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী কাছে দাবি জানিয়েছেন পিরোজপুর পৌরসভার কর্মচারীবৃন্দ। আজ মঙ্গলবার সকালে স্মরাকলিপি প্রদান শেষে শহরের সিওঅফিস মোড়ে বাংলাদেশ পৌর কর্মকর্তা-কর্মচারী এসোসিয়েশন এর উদ্যোগে অনুষ্ঠিত মানববন্ধনে তাদের দাবি তুলে ধরেন জেলা শাখার সদস্যরা।
মানববন্ধনে বক্তব্য দেন,পৌরকর্মকর্তা-কর্মচারী এসোসিয়েশন জেলা শাখার সদস্য সচিব ও পৌর সচিব মো. বনি আমিন, জেলা শাখার সভাপতি ও নির্বাহী প্রকৌশলী মো. আবু হানিফ, পৌরসভার প্রধান সহকারী অমর কৃষ্ণ হালদার, প্রশাসনিক কর্মকর্তা জামাল হোসেন মল্লিক, হিসাব রক্ষক আব্দুস সামাদ ও স্বরুপকাঠী পৌরসভার হিসাব রক্ষক মো. নুর মল্লিক।

বক্তারা বলেন, স্থানীয় সরকার(পৌরসভার) আইন ২০০৯ এর ১২৬ ধারা অনুযায়ী পৌরসভার মেয়র, কাউন্সিলর, কর্মকর্তা ও কর্মচারী বিধি ২১ এ জনসেবক কথাটি উল্লেখ রয়েছে। অথচ জনসেবক হওয়া সত্ত্বেও স্থানীয় সরকারে জন-গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান পৌরসভার কর্মকর্তা-কর্মচারীদের বেতন-ভাতা পৌরসভা নিজস্ব তহবিল হতে প্রদান করা কষ্ঠসাধ্য।
কর্মকর্তা-কর্মচারী এসোসিয়েশন জেলা শাখার সভাপতি ও নির্বাহী প্রকৌশলী মো. আবু হানিফ বলে, আগামী ৩ এপ্রিল ২০১৭ তারিখ বেলা ১১ টা হতে ১২টা পর্যন্ত বিভাগীয় কমিশনারের কার্যালয়ের সামনে মানব বন্ধন কর্মসূচী শেষে বিভাগীয় কমিশনারের মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রী ও স্থানীয় সরকার মন্ত্রীর বরাবর স্বরকলিপি প্রদান করা হবে। এর মধে আমাদের দাবি পুরন না হলে মে মাসের ২০ তারিখ ঢাকায় জাতীয় সম্মেলনের মাধ্যমে আরো কঠোর আন্দোলনের পরিকল্পনা চুড়ান্ত করা হবে।

Leave a Reply

x

Check Also

মঠবাড়িয়ায় জাতীয় মানবাধিকার ইউনিটি সংগঠনের উদ্যোগে রোজদারদের ইফতার বিতরণ

মঠবাড়িয়া প্রতিনিধি : পিরোজপুরের মঠবাড়িয়ায় স্বেচ্ছাসেবি সংগঠন জাতীয় মানবাধিকার ইউনিটির উদ্যোগে মাহে রমজানে সহস্রাধিক মানুষের ...