ব্রেকিং নিউজ
Home - জাতীয় - পিরোজপুরে জলবায়ু তহবিল ব্যবস্থাপনায় স্বচ্ছতা ,জবাবদিহিতায় অগ্রগতি ও চ্যালেঞ্জ বিষয়ক কর্মশালা

পিরোজপুরে জলবায়ু তহবিল ব্যবস্থাপনায় স্বচ্ছতা ,জবাবদিহিতায় অগ্রগতি ও চ্যালেঞ্জ বিষয়ক কর্মশালা

পিরোজপুর প্রতিনিধি >>
পিরোজপুরে জলবায়ু তহবিল ব্যবস্থাপনায় স্বচ্ছতা ও জবাবদিহিতায় অগ্রগতি ও চ্যালেঞ্জ বিষয়ক ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশন্যাল বাংলাদেশ (টিআইবি) ও সচেতন নাগরিক কমিটি (সনাক), পিরোজপুরের আয়োজনে বিল্ডিং ইন্টিগ্রিটি ব্লকস ফর ইফেক্টিভ চেঞ্জ (বিবেক) প্রকল্প এর অধীন দুটি সেশনে দিনভর ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়।
সনাক, পিরোজপুর কার্যালয়ে সনাক সভাপতি অ্যাডভোকেট এম এ মান্নান এর সভাপতিত্বে অরিয়েন্টেশনে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে বাংলাদেশে জলবায়ু তহবিল ব্যবস্থাপনায় স্বচ্ছতা ও জবাবদিহিতায় অগ্রগতি ও চ্যালেঞ্জ বিষয় সমূহ উপস্থাপন করেন টিআইবি’র সিএফজি কার্যক্রমের কর্মসূচী ব্যবস্থাপক গোলাম মহিউদ্দীন। বাংলাদেশে জলবায়ু অর্থায়নে স্বতঃপ্রণোদিত তথ্য প্রকাশে চ্যালেঞ্জ, বাংলাদেশে জলবায়ু তহবিল সমন্বয়ে চ্যালেঞ্জ, জলবায়ু অর্থায়নে প্রকল্প অনুমোদন ও বাস্তবায়নে চ্যালেঞ্জ, বাস্তবায়িত প্রকল্প তদারকি, নিরীক্ষা ও মূল্যায়নে চ্যালেঞ্জ, জলবায়ু অর্থায়নে সুশাসন: অর্জন ও সম্ভাবনা, জলবায়ু অর্থায়ন কমিশন/কর্তৃপক্ষ ইত্যাদি বিষয় পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে উপস্থাপন করা হয়। ওরিয়েন্টেশন কার্যক্রমটিতে সনাক, স্বজন, ইয়েস ও ইয়েস ফ্রেন্ডস সদস্যরা অংশগ্রহণ করেন। সভাপতির সমাপনী বক্তব্যের মাধ্যমে অরিয়েন্টেশন কার্যক্রমটি সমাপ্ত হয়।

Leave a Reply

x

Check Also

লাইটার জাহাজের ধাক্কায় চরখালী ফেরিঘাটের গ্যাংওয়ে বিধ্বস্ত 🔴 যানবাহন চলাচল বন্ধ

বিশেষ প্রতিনিধি : পিরোজপুরের ভাণ্ডারিয়ার কঁচা নদীর চরখালী-টগরা ফেরিঘাটের চরখালী ঘাটে একটি জাহাজের ধাক্কায় ফেরির ...