ব্রেকিং নিউজ
Home - জাতীয় - বামনায় সাংবাদিকদের সাথে এমপি রিমনের মতবিনিময় সভা

বামনায় সাংবাদিকদের সাথে এমপি রিমনের মতবিনিময় সভা

মনোতোষ হাওলাদার, বরগুনা প্রতিনিধি >>
সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি ও বর্তমান সরকারের উন্নয়ন কর্মকান্ডের বিষয়ে বরগুনা-২ আসনের সংসদ সদস্য শওকত হাচানুর রহমান রিমন বামনা উপজেলার সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা করেছেন।

বামনা প্রেসক্লাবে সোমবার রাতে সাংবাদিকদের সাথে আয়োজিত মতবিনিময় সভায় স্থানীয় এবং জাতীয় পত্রিকায় কর্মরত সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
বামনা প্রেসক্লাব সভাপতি ওবায়দুল কবির আকন্দ দুলালের সভাপতিত্বে মতবিনিময় সভায় বরগুনা-২ আসনের সংসদ সদস্য শওকত হাচানুর রহমান রিমন প্রধান অতিথির বক্তব্যে বলেন,বামনা ভদ্রলোকের বাসস্থান,এখানে কোন সন্ত্রাসী কর্মকান্ড ও নৈরাজ্য চলবেনা, বামনাতে রাজনৈতিক নেতাদের উপর পূর্বে কখনো হামলা হয়নি,সেটাও এখন হচ্ছে। আমাদের ছেলেরা মাদকাসক্ত হয়ে পড়ছে, এদেরকে সুস্থ জীবনে ফিরিয়ে আনার চেস্টা করতে হবে, প্রয়োজন হলে আইনের কাছে সোপর্দ করতে হবে। সকল রাজনৈতিক নেতৃবৃন্দ এবং সাংবাদিকদের যৌথ প্রচেস্টায় বামনাকে সন্ত্রাস ও মাদক মূক্ত করে সোনার বামনায় রূপান্তরিত করতে হবে।
তিনি আরো বলেন,সাংবাদিকরা যেন ব্যক্তি স্বার্থে কোন রিপোর্ট না করেন, তাদের রিপোর্টটি জাতির স্বার্থে তৈরী হলে উপকৃত হবে দেশ ও জাতি। বামনা একটি ছোট উপজেলা। সকলে আন্তরিকভাবে কাজ করলে বামনা উপজেলাকে সোনার বামনায় রুপান্তরিত করা সম্ভব।
সভায় আরো বক্তব্য রাখেন,বামনা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.জাকির হোসেন বাচ্চু,শিল্পপতি মো.মনিরুল ইসলাম সেন্টু, উপজেলা আ’লীগের সহ-সভাপতি মো.মোশাররফ হোসেন জমাদ্দার,বামনা উপজেলা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ফোরামের সভাপতি ও রামনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আ.খালেক জমাদ্দার,বামনা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নাসির মোল্লা, সাংবাদিক নেছার উদ্দিন,নির্ঝর কান্তি বিশ্বাস ননী,মো.মোশাররফ হোসেন প্রমূখ।

Leave a Reply

x

Check Also

মঠবাড়িয়ায় জাতীয় মানবাধিকার ইউনিটি সংগঠনের উদ্যোগে রোজদারদের ইফতার বিতরণ

মঠবাড়িয়া প্রতিনিধি : পিরোজপুরের মঠবাড়িয়ায় স্বেচ্ছাসেবি সংগঠন জাতীয় মানবাধিকার ইউনিটির উদ্যোগে মাহে রমজানে সহস্রাধিক মানুষের ...